ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

‘জিৎ- দেব এর চেয়েও শাকিবের পারিশ্রমিক বেশি’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৬, ২৭ মার্চ ২০১৮ | আপডেট: ২১:২৭, ২৭ মার্চ ২০১৮

দুই বাংলায় দাপটের সঙ্গে অভিনয় করে যাচ্ছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। আর সে কারণে ইতিমধ্যে ওপার বাংলায়ও তার ভক্তসংখ্যা বেড়ে গেছে। সেখানে বর্তমানে তিনি নিয়মিত স্টেজশো করছেন। তার স্টেজশোর পারিশ্রমিক সেখানকার জনপ্রিয় স্টারদের চেয়েও বেশি।

শাকিবের শিকারী ছবির পরিচালক জয়দীপ মুখার্জি বলেন, কলকাতার সিনেমার দুই সুপারস্টার জিৎ ও দেব-এর চেয়েও বেশি পারিশ্রমিক নিয়ে ঢালিউড সুপারস্টার শাকিব খান ওপার বাংলায় স্টেজ শো করেছেন।

সম্প্রতি টলিউড ম্যাগাজিনের ইউটিউবে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা জানিয়েছেন শাকিব খানের হিট ছবি ‘শিকারী’ ও ‘নবাব`র এই নির্মাতা।

জয়দীপ মুখার্জি বলেন, ‘শিকারী’ ও ‘নবাব` ছবির মাধ্যমে কলকাতা শহরের অলিগলি ছাপিয়ে পশ্চিমবঙ্গের মেদিনীপুর, মুর্শিদাবাদ, কৃষ্ণনগরেও তার ভক্তদল তৈরি হয়েছে। এসব এলাকায় জিৎ, দেবের চেয়েও শাকিব বেশি পারিশ্রমিক নিয়ে স্টেজ শো করেছে। এটা কিন্তু চারটে খানি কথা নয়!  

এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি