ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

চলচ্চিত্র প্রদর্শকদের সরকারি সহায়তার আশ্বাস তথ্যমন্ত্রীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪৭, ২৭ মার্চ ২০১৮

চলচ্চিত্র শিল্পের মানোন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। মঙ্গলবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রদর্শক সমিতির সভাপতি মো. ইফতেখার উদ্দীন নওশাদের নেতৃত্বে সমিতির ৭ সদস্যের প্রতিনিধিদলের সাথে বৈঠককালে মন্ত্রী একথা বলেন।

চলচ্চিত্র প্রদর্শকরা চলচ্চিত্র প্রদর্শনখাতে রাজস্ব আয় হ্রায় পাওয়ায় তাদের উদ্বেগ প্রকাশ করেন এবং চলচ্চিত্র আমদানিতে দীর্ঘসূত্রিতা পরিহার ও মানসম্মত চলচ্চিত্র নির্মাণে উৎসাহিত করতে মন্ত্রীর প্রতি অনুরোধ জানান।

তথ্যমন্ত্রী বলেন, চলচ্চিত্র শিল্পের মানোন্নয়নে সরকার আন্তরিক কিন্তু সেজন্য কাহিনীকার ও প্রযোজকদের মানসম্মত গল্প নিয়ে এগিয়ে আসা উচিত। তিনি চলচ্চিত্র আমদানির ক্ষেত্রে তাদের আবেদন দ্রুত বিবেচনার আশ্বাস দেন।

তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবুয়াল হোসেন, অতিরিক্ত সচিব (উন্নয়ন) সুলতান মাহমুদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

সমিতির প্রধান উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস, উপদেষ্টা মিঞা আলাউদ্দিন, সহসভাপতি মো. আমির হামজা, সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন এবং কার্যকরী সদস্য মো. আবুল হাফিজ ও আর এম ইউনুস রুবেল বৈঠকে উপস্থিত ছিলেন।

আর/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি