ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

শুভ জন্মদিন শাকিব খান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৫, ২৮ মার্চ ২০১৮

তিনি ঢালিউড সাম্রাজ্যের কিং। রাজার মতই দাপিয়ে বেড়াচ্ছেন চলচ্চিত্র অঙ্গন। শুধু ঢালিউড নয়, শাসন করছেন টালিউডও। বলছি সুপারস্টার শাকিব খানের কথা। আজ ঢালিউড কিং শাকিব খানের জন্মদিন। ১৯৮৩ সালের আজকের দিনে তিনি নারায়ণগঞ্জ জন্মগ্রহণ করেন। সুপারস্টার নায়কের জন্মদিনে ইটিভি অনলাইনের পক্ষ থেকে রইলো শুভেচ্ছা।

আজকের জন্মদিনটি শাকিবের জন্য বিশেষ একটি দিন। কারণ তিনি আজ ভক্তদের উপহার দেবেন নিজের ‘ইউটিউব চ্যানেল’। জন্মদিনে ইউটিউবে আসছে নায়কের স্বনামে অফিসিয়াল চ্যানেল, শাকিব খান অফিশিয়াল। বঙ্গবিডি প্লাটফর্ম থেকে তার অফিসিয়াল ইউটিউব চ্যানেল প্রকাশ করা হবে।

বঙ্গবিডি জানায়, শাকিব খান তার নতুন সিনেমাগুলোর কিছু ইউটিউব স্বত্ব নিজের নামে রাখবেন। সেগুলোই চ্যানেলটিতে আপলোড করা হবে। এতে সিনেমার গানও যুক্ত হবে। পাশাপাশি এ তারকার স্মরণীয় কিছু কাজও এখানে থাকবে।

তারা আরও জানায়, চ্যানেল উন্মোচন উপলক্ষে আজ বিকেলে বিশেষ একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এ অনুষ্ঠানে শাকিবের জন্মদিন উদযাপনসহ ইউটিউব চ্যানেলটি উদ্বোধন করা হবে।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি