ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

সেন্সরে প্রশংসিত মাহির ‘জান্নাত’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৮, ২৮ মার্চ ২০১৮

বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে মোস্তাফিজুর রহমান মানিকের ‘জান্নাত’। গত রবিবার বিকালে ফিল্ম সেন্সর কমিটির সদস্যরা সিনেমাটি দেখেন। দেখার পর বিনা কর্তনে এটির ছাড়পত্র দেওয়া হয়। এমনটি জানিয়েছেন সিনেমাটির নির্মাতা।

এ বিষয়ে মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ‘আমি বেশ আনন্দিত। কারণ আমার ‘জান্নাত’ সিনেমাটি বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে। এবার সিনেমাটির মুক্তির জন্য পরিকল্পনা করছি। খুব শিগগিরই মুক্তির তারিখ জানিয়ে দেবো।’

সিনেমার নায়িকা মাহি বলেন, ‘‘জান্নাত’ সিনেমার কাহিনীটা খুবই স্পর্শকাতর। মানিকগঞ্জ, এফডিসিসহ বেশকিছু জায়গায় এ সিনেমার শুটিং করেছি। সিনেমাতে মাজারের এক খাদেমের মেয়ের ভূমিকায় অভিনয় করেছি। ভিন্ন লুকে দর্শক আমাকে এ সিনেমাতে দেখতে পাবে।’

সিনেমার নায়ক সাইমন বলেন, ‘আমি মাজারের খাদেমের নতুন মুরিদ তরুণ ইফতেখারের চরিত্রে অভিনয় করেছি। বেশ ভালো একটি সিনেমা হয়েছে। দর্শক ভিন্ন কিছু দেখতে পাবে।’

‘অনেক সাধের ময়না’, ‘অগ্নি’, ‘অগ্নি ২’, ‘রোমিও ভার্সেস জুলিয়েট’ সিনেমাতে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন মাহিয়া মাহি। ‘জান্নাত’ সিনেমাতেও তিনি নাম ভূমিকায় অভিনয় করেছেন। এ সিনেমাতে তার বিপরীতে অভিনয় করেছেন সাইমন সাদিক। ‘জান্নাত’-এর কাহিনী লিখেছেন সুদীপ্ত সাঈদ খান, সংলাপ লিখেছেন আসাদ জামান। সিনেমাটির চিত্রনাট্য করেছেন পরিচালক নিজেই।

উল্লেখ্য, সাইমন ও মাহি ‘পোড়ামন’ সিনেমাতে প্রথম একসঙ্গে কাজ করেন। ২০১৩ সালের ১৪ জুন মুক্তি পায় এটি। এ সিনেমাটি পরিচালনা করেন জাকির হোসেন রাজু। জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় এ সিনেমাটি মুক্তির পর বেশ দর্শকপ্রিয়তা পায়।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি