ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

পাগল বেশে মিউজিক ভিডিওতে নিলয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৮, ২৮ মার্চ ২০১৮

পাগল বেশে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন অভিনেতা নিলয়। যার সঙ্গেই দেখা হচ্ছে তাকে ধরে জিজ্ঞাসা করছেন কিছু একটা। এমনই ব্যতিক্রমী চরিত্রে দর্শকদের সামনে আসছেন তিনি। রহস্যময় এই চরিত্রে তিনি হাজির হয়েছেন কণ্ঠশিল্পী ইলিয়াস হোসাইন মৌমিতা নদীর নতুন গানের একটি মিউজিক ভিডিওতে।

নিলয় ছাড়াও ভিডিওতে আরও দেখা যাবে চলচ্চিত্র অভিনেতা সিরাজ হায়দার এবং ছোটপর্দার অভিনেতা কাজী উজ্জ্বলকে।

ওমর ফারুকের কথায় নতুন দ্বৈত গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন রেজওয়ান শেখ। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা এবং ভিডিওর গল্প লিখেছেন ইলিয়াস হোসাইন নিজেই।

গানটি প্রসঙ্গে ইলিয়াস হোসাইন বলেন, ‘অসম্ভব সুন্দর একটি গান। এর ভিডিও পরিকল্পনাও বেশ আলাদা। মডেল হিসেবে পেয়েছি নিলয়ের মতো জনপ্রিয় মুখকে। তাকে নিয়ে এটাই আমার প্রথম কাজ। সব মিলিয়ে আমার দর্শক-শ্রোতাদের জন্য নতুন চমক হিসেবে কাজটি করার চেষ্টা করেছি। আমার বিশ্বাস গান এবং ভিডিওটি শ্রোতা-দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে।’

নিলয় বলেন, ‘মিউজিক ভিডিওর গল্পটি যখন ইলিয়সের মুখে শুনি, এক কথায় ভালো লেগে যায়। ভিডিওতে আমাকে সম্পূর্ণ নতুন গেটআপে দেখা যাবে। এরকম গেটআপে দর্শক আমাকে এর আগে দেখেনি। গানটিও খুব সুন্দর। এই মিউজিক ভিডিওটি করতে গিয়ে অনেক পরিশ্রম করতে হয়েছে পুরো শুটিং ইউনিটকেই। আশা করছি গান ও ভিডিওটি সবার ভালো লাগবে।’

আগামী ২৯ মার্চ অন্তর্জালে উন্মোচিত হবে ‘হয়নি বলা’ গানটির ভিডিও। এটি প্রকাশ করছে ধ্রুব মিউজক স্টেশন (ডিএমএস)। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি