ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

ছোটপর্দায় আসছে ভাবনার ‘গুলনেহার’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩১, ২৮ মার্চ ২০১৮

এবার অভিনেত্রী ভাবনার রচিত উপন্যাস ‘গুলনেহার’ অবলম্বনে নির্মাণ হচ্ছে নাটক। ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনার এই উপন্যাস থেকে নাটকটি নির্মাণ করবেন নির্মাতা অনিমেষ আইচ।

চলতিবছর একুশে গ্রন্থ মেলায় প্রকাশিত হয় ভাবনার প্রথম উপন্যাস ‘গুলনেহার’। সেই উপন্যাসটিই নাটকের ফ্রেমে ধরা পড়ছে অনিমেষের নির্মাণে।

এ বিষয়ে নির্মাতা অনিমেষ আইচ বলেন, ‘ভাবনার উপন্যাসটা নিয়ে নির্মাণ পরিকল্পনা করেছি। ঈদ আয়োজনে এটি দেখা যাবে। ভাবনার উপন্যাসটি খুব মর্মস্পর্শী, হৃদয়কে নাড়া দেয়।’

‘গুলনেহার’ উপন্যাসের মূল চরিত্রটি ৮৭ বছর বয়স্ক এক বৃদ্ধা। নির্মাতা অনিমেষ আইচ জানালেন, নাটকটির জন্য অভিনয়শিল্পী বাছাইয়ের কাজ চলছে।

প্রসঙ্গত, অনিমেষ আইচের নির্মাণে ‘ভয়ংকর সুন্দর’ চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় অভিষেক ঘটে ভাবনার। বর্তমানে এ অভিনেত্রী ছোটপর্দাতেই ব্যস্ত রেখেছেন নিজেকে।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি