ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বলিউডের সবচেয়ে ‘মন্দ’ শাশুড়ি!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৩, ২৮ মার্চ ২০১৮ | আপডেট: ১২:৪৪, ২৮ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

করণ জোহর শুধু বলিউডের অন্যতম পরিচালক বা প্রযোজকই নন। তিনি একজন ভালো সঞ্চালকও। সম্প্রতি ভারতীয় এফএম রেডিওতে ‘কলিং করণ’ নামে একটি শোয়ের আরজে হয়েছেন তিনি। আর এই শো’তে আলোচনায় উঠে আসে নানান ধরণের বিষয়। ‘কলিং করণ’-এ এবারের বিষয় ছিল দম্পতির মধ্যে পরিবারের হস্তক্ষেপ।

আর শোয়ের র‍্যাপিট ফায়ার রাউন্ডে শ্রোতারা করণকে প্রশ্ন করে-

বলিউডের সব থেকে ‘মন্দ শাশুড়ি মা’ কে?

খুব স্বাভাবিকভাবেই করণের কাছে এই প্রশ্নের কোনও উত্তর ছিল না। তাই এক্ষেত্রে গা বাঁচিয়ে উত্তর দেন করণ। বলিউডের সব থেকে প্রিয় শাশুড়ির হিসাবে তিনি ঐশ্বর্য রাই বচ্চনের শাশুড়ি মা জয় বচ্চনের নাম নেন। তবে এক্ষেত্রে করণের উত্তরটা ছিল অপশনাল। আর এই অপশনগুলোর মধ্যে শর্মিলা ঠাকুর, ববিকা কাপুর, নীতু কাপুর, হেমা মালিনী, জয় বচ্চনের নাম ছিল। তবে করণ এর মধ্যে থেকে জয়া বচ্চনের নামটাই বেছে নেন।

এখানেই শেষ নয়, বলিউডের উপযুক্ত পুত্রবধূর নামও জিজ্ঞাসা করা হয় করণ জোহরকে। আর এক্ষেত্রে করণের উত্তর ছিল- দীপিকা পাড়ুকোন।

প্রসঙ্গত, খুব শীঘ্রই সিং পরিবারের বধূ হতে চলেছেন দীপিকা।

সূত্র : জি নিউজ

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি