ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

ভাগ্নির মুখে ভাত অনুষ্ঠানে অঙ্কুশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৭, ২৮ মার্চ ২০১৮

ছোট্ট ভাগ্নিকে মুখে ভাত খাওয়ালেন টালিউড অভিনেতা অঙ্কুশ হাজরা। আর সেই ভিডিও সোশ্যাল সাইটে পোস্ট করেছেন তিনি। পারিবারিক অনুষ্ঠানের এই ভিডিওতে দেখা গেছে সাদা পাঞ্জাবি পরে অঙ্কুশ তাঁর দিদির কোলে বসে থাকা ছোট্ট ভাগ্নিকে আর্শীবাদ করছেন।

অঙ্কুশের এই পারিবারিক অনুষ্ঠানে দেখা গেল তাঁর প্রেমিকা তথা অভিনেত্রী ওয়েন্দ্রিলাকেও। শোনা যাচ্ছে খুব শীঘ্রই বাংলার প্রথম ডান্স ফিল্মে দেখা যাবে অঙ্কুশকে। সিনেমার নাম ‘ডি ফর ডান্স’। সিনেমাটি পরিচালনা করছেন খ্যাতনামা কোরিওগ্রাফার তথা পরিচালক বাবা যাদব।

এদিকে শোনা যাচ্ছে এই সিনেমার প্রযোজনা করবে ভেঙ্কটেশ ফিল্মস। পরিচালক বাবা যাদব জানিয়েছেন, অঙ্কুশের নাচের দক্ষতার কথা ভেবেই এই সিনেমাতে তাঁকে নির্বাচিত করা হয়েছে। এদিকে এই ফিল্মের জন্য অঙ্কুশ মুম্বাইয়ে নাচের বিশেষ প্রশিক্ষণও নিচ্ছেন বলে জানা গেছে।

সূত্র : জি নিউজ

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি