ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সোনমকে নিয়ে শাহিদের বিস্ফোরক মন্তব্য

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৩, ২৮ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

সম্প্রতি নেহা ধুপিয়ার সঙ্গে টক শো-তে উপস্থিত হয়ে বেশ খোশ গল্প শুরু করেন শাহিদ কাপুর। স্ত্রী-কে সঙ্গে নিয়ে নিজের জীবনের অনেক গোপন কথাই ওই টক শো-তে বলে ফেলেন শাহিদ কাপুর এবং মীরা রাজপুত। আর এবার অনিল কাপুর কন্যা সোনম কাপুরকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেলন শাহিদ।

শাহিদ বলেন, এমন কয়েকজন রয়েছেন বলিউডে, যাঁরা অভিনয়ের তুলনায় পোশাকের উপর বেশি করে নজর দেন। এরপরই তিনি বলেন, তিনি এমন একজন অভিনেত্রীর সঙ্গে কাজ করেছেন, অভিনয় নয়, যাঁর নজর সব সময় থাকত পোশাকের উপর। বর্তমানে তিনি পালটে গিয়েছেন বলেও মন্তব্য করেন শাহিদ। তবে কার সম্পর্ক ওই মন্তব্য করেন শাহিদ, তা খোলসা না করলেও, সোনমের দিকেই যে ইঙ্গিত করেছেন তা বেশ স্পষ্ট। শাহিদ বিষয়টি নিয়ে সোনমের নাম না নিলেও, নেহা কিন্তু ‘মৌসম’ বলে নামটা বেশ পরিষ্কার করে দেন।

প্রসঙ্গত, সোনম কাপুরের সঙ্গে ‘মৌসম’-এ স্ক্রিন শেয়ার করেন শাহিদ কাপুর। ওই সিনেমার পর শাহিদ, সোনমকে আর একসঙ্গে দেখা যায়নি। কিন্তু, ওই সিনেমার শুটিংয়ের সময় কী হয়েছিল, তা নিয়ে এত বছর পর মুখ খুললেন শাহিদ।

সূত্র : জি নিউজ

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি