ঢাকা, বুধবার   ০৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শাকিব ছাড়া বাংলাদেশের চলচ্চিত্র ভাবাই যায়না: জয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৫, ২৮ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

বর্তমানে সময়ের অন্যতম আলোচিত অভিনেত্রী জয়া আহসান। শাকিব খানের সাথে জুটি বেঁধে অভিনয়ও করছেন তিনি। ‘প্রেম কাহিনী’ ও ‘প্রেম কাহিনী ২’ সিনেমাতে একসাথে অভিনয় করতে দেখা দেছে দুজনকে।

বাংলাদেশের হয়ে কলকাতার সিনেমায় সাকিব ও জয়া আলাদা আলাদাভাবে নিজেদের সেরাটা দেখিয়ে চলছেন। দিন দিন কলকতার ছিনেমাতেও তাদের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু কাজে ব্যস্ত থাকলেও জয়া সাকিবকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভুলেনি।

জন্মদিনে বন্দনা করে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে জয়া লিখেছেন, “আজ জন্মদিন এমন একজন মানুষের যিনি এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে সফল, হিসেবি এবং দূরদর্শী নায়ক। যাকে ছাড়া বাংলাদেশের চলচ্চিত্র ভাবাই যায়না।”

তিনি আরোও বলেন, আমার তরফ থেকে শাকিবকে জানাই শুভ জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা।

 

এমএইচ/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি