ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

বিয়েতে সকলের নজর কাড়লেন ঐশ্বরিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৯, ২৮ মার্চ ২০১৮

হীরা ব্যবসায়ী রাসেল মেহতার মেয়ে শ্লোক মেহতার সঙ্গে বাগদান পর্ব সেরে ফেলেছেন মুকেশ আম্বানি পুত্র আকাশ আম্বানি। মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে প্রার্থনা সেরে শ্লোকের সঙ্গে আংটি বদল হয় আকাশ আম্বানির। এরপরই শুরু হয় আম্বানিদের বাড়িতে জাকজমকপূর্ণ অনুষ্ঠান।

ঐশ্বরিয়া রাই বচ্চন থেকে শুরু করে শাহরুখ খান, কিরণ রাও, হরভজন সিং সহ অনেকেই হাজির হয়েছিলেন মুকেশ আম্বানির বাড়িতে। আকাশ-শ্লোক-এর বাড়ির পার্টিতে শাহরুখ খানের সঙ্গে যেমন ছিলেন তাঁর গ্ল্যামারাস স্ত্রী গৌরি খান তেমনি ঐশ্বরিয়া রাই সঙ্গে দেখা যায় তাঁর মেয়ে আরাধ্যা বচ্চনকে। এই অনুষ্ঠানে অন্য  সকলের চেয়ে  নজরে আসে  লাস্যময়ী বলিউড নায়িকা ঐশ্বরিয়া ।

জানা গেছে, নীতা আম্বানি নাকি নিজে ঐশ্বরিয়া কন্যাকে পার্টিতে হাজির হওয়ার আমন্ত্রণ জানিয়ে ছিলেন। শুধু তাই নয়, মুকেশ আম্বানির মা কোকিলাবেন-ও স্নেহ করেন আরাধ্যাকে। সেই সূত্রেই মায়ের সঙ্গে আম্বানিদের বাড়িতে হাজির হয় ছোট্ট আরাধ্যা। আর মা ঐশ্বরিয়া তার ড্রেসে নজর কাড়েন উপস্থিতিদের।

কেআই/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি