ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

ফাতিমাকে নিয়ে চিন্তিত ক্যাটরিনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৬, ২৯ মার্চ ২০১৮

অসংখ্য যুবকের ঘুম কেড়ে নোওয়া বিউটি কুইন ক্যাটরিনা কাইফ চিন্তিত হয়ে পড়েছেন। তার চিন্তার কারণ ফতিমাকে নিয়ে।

জানা গেছে, ‘ঠগস অফ হিন্দুস্তান’ এর বেশ কিছু ঝলক ইতিমধ্যে দেখেছে দর্শক। ফাঁস হওয়া ছবি, ভিডিও দেখে বোঝাই যাচ্ছে সিনেমার শ্যুটিং কতটা দ্রুত গতীতে চলছে। তবে এই তোড়জোড়ের মধ্যে কোথাও যেন একটা খটকা লেগে রয়েছে। আর সেটা হচ্ছে ফতিমা ও আমিরের ঘনিষ্ঠতা। এটি নিয়েই চিন্তিত ক্যাটরিনা। সিনেমায় তাঁর চরিত্রে কাটছাঁট হতে পারে বলে ভাবছেন ক্যাট।

সূত্র জানান দিচ্ছে, ফতিমার চরিত্রকে দীর্ঘায়িত করে ক্যাটের চরিত্র হয়ে যেতে পারে খুব ছোট।

আরও জানা যায়, সিনেমার প্লট যেভাবে সাজানো হয়েছে তাতে এমনিও হিরোইনদের সেরকম কিছু করণীয় নেই। সিনেমার ইউএসপি কেবলমাত্র অমিতাভ বাচ্চন এবং আমির খান। ক্যাটরিনা এতটাই বিচলিত হয়ে পড়েছেন যে তিনি আদিত্য চোপড়ার সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনাও করেছেন।

এ অবস্থায় বাইরে থেকে দেখে সিনেমার কাজ যতটা মসৃণ মনে হচ্ছিল ততটা থাকবে কিনা সেটি নিয়ে সংশয় দেখা দিয়েছে।

সূত্র : কলকাতা টুইন্টিফোর

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি