ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

প্রযোজনায় শাকিবের নতুন ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৭, ২৯ মার্চ ২০১৮ | আপডেট: ১১:২২, ২৯ মার্চ ২০১৮

ঢালিউডের শীর্ষ অভিনেতা শাকিব খান। নিজ অভিনয় দক্ষতা দিয়ে জয় করেছেন দর্শক হৃদয়। ঢাকাই সিনেমাতে গত এক দশকের বেশি সময় ধরে রাজার মত রাজত্ব করছেন তিনি। এবার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান ‘শাকিব খান ফিল্মস’ থেকে নিয়মিত সিনেমা প্রযোজনার ঘোষণা দিলেন এই হিরো।

বুধবার নিজের জন্মদিন উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি।

শাকিব বলেন, ‘এখন থেকে ‘শাকিব খান ফিল্মস’-এর ব্যানারে নিয়মিত সিনেমা প্রডিউস করতে চাই। দুই বাংলায় বড় বড় সিনেমা বানাতে চাই। সেগুলোতে আমি নিজে অভিনয় করবো। আবার নতুনদেরও সুযোগ করে দিতে চাই। এছাড়া নতুন নির্মাতাদের সুযোগ করে দিতে চাই, পুরনো গুণী নির্মাতাদের নিয়ে কাজ করতে চাই। সবমিলে আমরা সুন্দর একটা বন্ধন তৈরি করতে চাই।’

এদিকে একই অনুষ্ঠানে উন্মুক্ত হয়েছে শাকিব খানের নিজস্ব ইউটিউব চ্যানেল। এর নাম ‘শাকিব খান অফিশিয়াল’।

অনুষ্ঠানে কেক কেটে নিজের জন্মদিন উদযাপন করেন শাকিব।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি