ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিয়ে বাড়িতে মাহিরার নাচ ভাইরাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৩, ২৯ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

শাহরুখ খানের ‘রইস’ সিনেমা দিয়ে বলিউডে যাত্রা শুরু হয় পাকিস্তানি অভিনেত্রী মাহিরার। কিং খানের বিপরীতে অভিনয় করে বলিউডে ভালোই সাড়া ফেলেন এই অভিনেত্রী। তবে উরি হামলা এবং সার্জিক্যাল স্ট্রাইকের পর ভারত ছেড়ে পাকিস্তানে চলে যান মাহিরা। ওই সময়ের পর মাহিরা খানকে বলিউডের কোনও সিনেমায় দেখা যায়নি। তবে রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কের সূত্র ধরে প্রায়ই খবরের শিরোনামে উঠে আসতেন পাকিস্তানি এই অভিনেত্রী। যদিও, নববর্ষের আগেই রণবীর কাপুরের সঙ্গে মাহিরা খানের ব্রেক আপ হয়ে যায়। কিন্তু, ভারতীয় অভিনেতার সঙ্গে বিচ্ছেদ হয়ে গেলেও, মাহিরার বলিউড প্রীতি যেন এখনও কাটেনি।

সম্প্রতি করাচিতে এক বন্ধুর বিয়েতে উপস্থিত হন মাহিরা। আর সেখানে গিয়ে বিয়ের অনুষ্ঠান আরও জমকালো করে তোলেন নায়িকা। বন্ধুর ওই অনুষ্ঠানে শিল্পা শেঠির ‘দিলওয়ালো কি দিল কা কারার লুটনে’-তে কোমড় দোলান মাহিরা। বন্ধুদের সঙ্গে জুটি বেঁধে বলিউডি গানে বিয়ের অনুষ্ঠানে রীতিমত তাক লাগিয়ে দেন তিনি।

পাকিস্তানি ওই অভিনেত্রীর নাচের ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।

সূত্র : জি নিউজ

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি