ঢাকা, সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪

মিস গ্ল্যামারফেসেস ওয়ার্ল্ড

‘বেস্ট অ্যাকট্রেস’ হলেন অপ্সরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৭, ২৯ মার্চ ২০১৮ | আপডেট: ১২:২১, ২৯ মার্চ ২০১৮

সম্প্রতি জার্মানির বার্লিনে অনুষ্ঠিত হলো ‘মিস গ্ল্যামারফেস ওয়ার্ল্ড-২০১৮’ প্রতিযোগিতা। প্রতিযোগিতায় সেরার মুকুট জিতে নিয়েছেন রুশ সুন্দরী তাতিয়ানা গেনরিক। প্রথম ও দ্বিতীয় রানার-আপ যথাক্রমে কসোভোর আইডা হুসাজ ও ইউক্রেনের আন্দ্রিয়া মারোসি। বিশ্বের ২১টি দেশের সুন্দরীরা অংশ নিয়েছিলেন এতে। এবারের আসরে বাংলাদেশ থেকে অংশ নিয়েছিলেন মডেল অভিনেত্রী অপ্সরা আলী। ‘মিস গ্ল্যামারফেস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতার ‘অ্যাক্ট্রেস কুইন’ বিভাগে সেরা হয়েছেন তিনি।

হলিউড, বলিউড এবং জার্মান চলচ্চিত্র জগতে নিজের জ্বলজ্বলে অবস্থান তুলে ধরলেন বাংলাদেশের মডেল এবং অভিনেত্রী অপ্সরা আলী।

উল্লেখ্য, ২০১১ সালে ভিট-চ্যানেল আই টপ মডেল প্রতিযোগিতার সেরা পাঁচে ছিলেন অপ্সরা আলী। জিতে নেন মিস বিউটি স্মাইল খেতাবও। কুয়ালালামপুরে অনুষ্ঠিত ‘মিস কসমোপলিটান ২০১৫’ প্রতিযোগিতায় ছিলেন সেরা দশে।

গত বছর বাংলাদেশের বড় বাজেটের সিনেমা ‘পরবাসিনী’-তে এক সিক্রেট এজেন্টের রোমাঞ্চকর চরিত্রে দেখা যায় অপ্সরাকে। পাশপাশি ‘অ্যাকশন গোয়েন্দা’ নামের টিভি সিরিয়ালে গোয়েন্দা চরিত্রে আছেন এই গ্ল্যামারফেস।

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি