ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

ঐন্দ্রিলার ফিরে আসা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৩, ২৯ মার্চ ২০১৮

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। ‘সাত পাকে বাঁধা’ সিরিয়ালে দুষ্টু চরিত্রটি নিয়ে বেশ পরিচিত পেয়েছিলেন তিনি। ২০১৩ সালে ‘সাত পাকে বাঁধা’ শেষ হয়ে যায়। কিন্তু এরপর আর অভিনয়ে দেখা যায়নি তাকে। পারিবারিক এক বড় দুর্ঘটনায় সব কিছু থেকে দূরে থাকেন এই অভিনেত্রী। অবশেষে আবারও ছোট পর্দায় ফিরছেন ঐন্দ্রিলা।

দীর্ঘ বিরতি অর্থাৎ প্রায় চার বছর পর সম্প্রতি এক সাক্ষাৎকারে ঐন্দ্রিলা সেন বলেন, ‘দু’বছর পর যখন ফিরব ভাবি, তখন হঠাৎ করে এক দুর্ঘটনায় বাবা মারা যান। ওই সময় ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। একটা বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলাম।’

তিনি আরও বলেন, ‘নিজের জন্যই পর্দা থেকে দূরে ছিলাম। কাজের জন্য নয়। টেলিভিশনের দু’টি বড় বড় চ্যানেল, বিভিন্ন প্রোডাকশন হাউস, এমনকি বাংলাদেশ থেকেও কাজের প্রস্তাব পেয়েছি।’

উল্লেখ্য, টালিউডের হিরো অঙ্কুশের সঙ্গে বেশ ঘনিষ্টভাবে দেখা যায় ঐন্দ্রিলাকে। তাদের প্রেম নিয়ে শুধু ভক্তরাই নয়, উচ্ছ্বসিত ছিল বাংলা চলচ্চিত্র ও টেলিভিশন জগতের অনেকেরই।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি