ঢাকা, বুধবার   ০১ জানুয়ারি ২০২৫

স্মৃতিতে ভেসে কাঁদলেন সানি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৩, ২৯ মার্চ ২০১৮ | আপডেট: ২০:৩৫, ২৯ মার্চ ২০১৮

নির্মিত হচ্ছে সানি লিওনের বায়োপিক। আর সেই সিনেমার শুটিংয়ে অভিনয় করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন তিনি। পুরোনো সেইসব দিনের কথা মনে করে শুটিংয়ের এক পর্যায়ে তিনি কেঁদেই ফেলেছেন।

সানি জানিয়েছেন, শুটিংয়ের সময় এমন বহু সময় গেছে যখন তিনি অভিনয় করেত গিয়ে আবেগে ভেসে যান। শুটিংয়ের প্রথম দিকে তিনি বেশ উচ্ছসিত ছিলেন। তবে যত শুটিং এগিয়েছে, ততই পুরনো অনেক কথা মনে পড়েছে সানির। আর সেই জন্যই তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন।

এই অভিনেত্রী জানিয়েছেন, তিনি যখন নিজের কাজের কথা তার বাবাকে জানান, আর তার বাবা সেটি শুনে ভেঙে পড়েন। এই দৃশ্য শুট করার সময় নিজের আবেগ ধরে রাখতে পারেননি সানি। শুটিং সেটেই কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি।

ওই সময় শুটিং সেটে উপস্থিত ছিলেন স্বামী ড্যানিয়েল। তিনিই সানিকে সামলে নেন।

সূত্র : ওয়ান ইন্ডিয়া

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি