ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

আবুল হায়াতের ‘ইচ্ছে পূরণ’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৪, ৩০ মার্চ ২০১৮

ইশতিয়াক আহম্মদের রচনায় এবং সাখাওয়াত মানিকের পরিচালনায় নির্মিত হয়েছে নাটক ‘ইচ্ছে পূরণ’।

আবুল হায়াত স্ত্রী সন্তান নিয়ে এই শহরে নিজের বাড়িতে বসবাস করেন। এক ছেলে এক মেয়ে তার। কোন কিছুর অভাব নেই। তবুও কোথায় যেন তার একটু শুণ্যতা। কিসের যেন একটু অভাব। সবাই সবার মত ব্যস্ত। যে যার মত চলছে, যে যার মত খাওয়া-দাওয়া করছে। পরিবারের কেউ কারও খবর রাখছে না। এটা নিয়েই তার আক্ষেপ। এক মাত্র বন্ধু মাহমুদ সাজ্জাদের সঙ্গে বিষয়গুলো শেয়ার করে। পরিবারে সবার ইচ্ছেগুলো পূরণ করে সে কোথায়ও একা চলে যাবে। একদিন আবুল হায়াত তার ছেলে মেয়ে ও স্ত্রীকে ডাকে। সবার ইচ্ছেগুলো শোনে এবং পূরণ করে। এরপর সে চলে যাবার সিদ্ধান্তটা জানায়। এ কথা পরিবারের সবাই জানার পর অস্থির হয়ে যায়। চিন্তায় পরে যায় সবাই। সবাই মিলে সিদ্ধান্ত নেয়, সবাই আবুল হায়াতের ইচ্ছেটা পূরণ করবে।

আবুল হায়াতের ইচ্ছেটা কি? কিভাবে সেই ইচ্ছে সবাই মিলে পূরণ করবে? এটি জানতে হলে চোখ রাখতে হবে এটিএন বাংলায়। আজ শুক্রবার নাটকটি রাত ৯টায় প্রচারিত হবে।

নাটকটিতে অভিনয় করেছেন- আবুল হায়াত, মাহমুদ সাজ্জাদ, চিত্রা লেখ গুহ, শিরিন শিলা, তানভির, নাজাকাতসহ আরও অনেকে।

নাটক প্রসঙ্গে নির্মাতা সাখাওয়াত মানিক বলেন, ‘ইচ্ছে পূরণ এই সময়ের একটি গল্প। চেষ্টা করেছি ভালো কিছু করার। আশা করি দর্শকের ভালো লাগবে।’

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি