ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

ফেরদৌসের আক্ষেপ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৮, ৩০ মার্চ ২০১৮

হঠাৎ বৃষ্টি’ সিনেমার কথা মনে আছে নিশ্চই। সেই সিনেমা দিয়েই অভিনেতা ফেরদৌসের উত্থান। ক্যারিয়ারের শুরুর সিনেমাই সুপার হিট হয় তার। আর ওই সিনেমা দিয়ে সব শ্রেণীর ভক্তদের হৃদয়ে স্থান করে নেন এই নায়ক।

আজ মুক্তি পাচ্ছে ফেরদৌস অভিনীত নতুন সিনেমা ‘কালের পুতুল’। যাতে তিনি অভিনয় করে ভীষণ তৃপ্তি অনুভব করছেন। তবে নায়কের আক্ষেপও রয়েছে। কারণ সিনেমাটি মাত্র পাঁচটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।

এ বিষয়ে ফেরদৌস বলেন, ‘যত দূর জানি, প্রযোজক-পরিচালক হঠাৎ করেই সিদ্ধান্ত নিয়েছেন সিনেমাটি মুক্তি দেয়ার। তাদের ভাষ্য, তারা নাকি একটু অন্য কৌশলে সিনেমাটি নিয়ে এগোচ্ছেন। তবে ঠিক বুঝে উঠতে পারছি না, তাদের উদ্দেশ্যটা কী। আর অবশ্যই খারাপ লাগার কারণ আছে, যে সিনেমার জন্য এত কষ্ট করলাম, সে সিনেমাটি এত কম প্রেক্ষাগৃহে মুক্তি পাবে কেন! এর চেয়ে বরং টেলিভিশনে ওয়ার্ল্ড প্রিমিয়ার করলেই পারত।’

সিনেমাটি নিয়ে তিনি বলেন, ‘গল্পের টানেই সিনেমাটিতে অভিনয় করেছি। যেহেতু ভালো কাজ করতে চাই, সেহেতু সে চেষ্টাকে সমর্থন দিতেও এ কাজটি করেছি। সে হিসেবে প্রথম দিন থেকেই মনে হয়েছে গল্পে নতুনত্ব আছে। সবকিছু মিলিয়ে আমার কাছে আকর্ষণীয় মনে হয়েছে। আর সেজন্যই এর ভালো প্রমোশনও জরুরি ছিল।’

নিজের চরিত্র সম্পর্কে তিনি বলেন, ‘এ চরিত্রটি তার নিজের সঙ্গে নানা ধরনের মনস্তাত্ত্বিক খেলায় লিপ্ত হয়। আর বলতে চাই না, বললে আসলে খেলাটা নষ্ট হয়ে যাবে।’

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি