ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

ফেসবুকে ভেরিফায়েড হলেন চিত্রনায়িকা বুবলী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৯, ৩০ মার্চ ২০১৮ | আপডেট: ১৮:৪৪, ৩০ মার্চ ২০১৮

ঢালিউডের ব্যস্ততম নায়িকা শবনম বুবলী। শাকিব খানের হাত ধরে চলচ্চিত্রে পা রাখেন বসগিরিখ্যাত এই নায়িকা। বর্তমানে একের পর এক সিনেমা করে যাচ্ছেন।

বিশ্বব্যাপী জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্বীকৃতি পেলেন ঢাকাই ছবির জনপ্রিয় এ নায়িকা। গতকাল (২৯ মার্চ, বৃহস্পতিবার) নাগাদ তার অফিশিয়াল ফ্যানপেজটি ভেরিফায়েড হয়েছে। এখন বুবলীর অফিশিয়াল পেজে তার নামের পাশে নীল টিক চিহ্নটি দেখা যাচ্ছে। 

বেশ উচ্ছ্বসিত বুবলী বলেন, ‘স্বল্প সময়ের মধ্যে দর্শকরা আমাকে এত আপন করে নিয়েছেন আর ভালোবাসা দিয়েছেন, আমি সত্যি অভিভূত। দর্শকদের জন্যই ভালো ভালো কাজের অনুপ্রেরণা পাই আমি। এ জন্য তাদের কাছে আমি কৃতজ্ঞ। আশা করি তারা সবসময় এভাবেই আমাকে ভালোবাসবেন।’ 

বুবলীর অফিশিয়াল পেজটিতে বর্তমানে অনুসারী রয়েছে ২ লাখ ৪৩ হাজারেরও বেশি। পেজের মাধ্যমে তিনি তার ভক্তদের সঙ্গে নিয়মিত সংযুক্ত থাকেন এবং কাজের প্রয়োজনীয় আপডেট জানান।

বর্তমানে বুবলী ‘সুপার হিরো’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন ঢালিউড কিং শাকিব খান। এর আগে দুজন জুটি বেঁধে ‘বসগিরি’ শুটার’ ‘রংবাজ’ ও ‘অহংকার’ ছবিতে একসঙ্গে কাজ করেন।

এসি


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি