ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

প্রতি রাতের জন্য কার্দেশিয়ান পাবে ১ মিলিয়ন ডলার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:৩৪, ৩১ মার্চ ২০১৮

বিতর্ক সব সময়ই পিছু লেগে থাকে কিম কার্দেশিয়ানের। গ্ল্যামার, স্বল্প বসনায় উপস্থিতি আর যৌনতায় তার নামটি সবার আগে চলে আসে। এবার আবারও খবরের শিরোনাম হলেন এই মার্কিনি রিয়েলিটি তারকা।

তবে এবারের বির্তকে তাকে কষ্ট করে কিছু করতে হয়নি। এইবার তার হয়ে কাজটি করেছেন আদিল আল ওতাইব। সৌদি রাজপরিবারের সন্তান তিনি। তিনি জানিয়েছেন, কিমের সঙ্গে এক রাত কাটতে তিনি ১ মিলিয়ন ডলার খরচ করতে রাজি।   

সম্প্রতি ওতাইব তার ইনস্টাগ্রাম পেজে লিখেছেন, “আমি একজন সৌদি। কিম আমি তোমায় বলছি, প্রতি রাতের জন্য আমি তোমাকে ১ মিলিয়ন ডলার করে দেব”।   

জানা গেছে, কিম নাকি সেই প্রস্তাবে ইতিমধ্যে রাজিও হয়ে গেছেন। তবে এটা প্রথমবার নয়। এর আগেও টাকা নিয়ে কিম পার্টিতে গিয়েছিলেন নিমন্ত্রণ রক্ষা করতে। ২০১৩ সালে ৮১ বছর বয়স্ক ‘বিলিয়নিয়ার’ রিচার্ড লুগনার সঙ্গে ৫ লক্ষ মার্কিন ডলারের বিনিময়ে কিম গিয়েছিলেন ভিয়েনা বল।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি