ঢাকা, বৃহস্পতিবার   ১৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সড়ক দুর্ঘটনায় চিত্রনায়ক বাপ্পি আহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৮, ৩১ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় নায়ক বাপ্পি চৌধুরী। গোপালগঞ্জে যাওয়ার পথে মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। দুর্ঘটনায় বাপ্পি হাতে, পায়ে কাঁধে বেশ আঘাত পেয়েছেন।

শুক্রবার রাতে গোপালগঞ্জের কাশিয়ানীর গোনাপাড়া এলাকায় এই দুর্ঘটনা সংঘটিত হয়।

বাপ্পির সঙ্গে থাকা আলোকচিত্রী রিয়াজ আহমেদ জানান, তাঁরা গোপালগঞ্জের বলাইকর মাধ্যমিক উচ্চবিদ্যালয়ের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। দুর্ঘটনার পর অন্য গাড়িতে করে তাঁদের হাসপাতালে নেওয়া হয়। আজ দুপুরের পর তাঁদের ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা আছে।

তিনি আরও জানান, বাপ্পি চৌধুরী রাতে টুঙ্গিপাড়ায় শেখ ফজলুর রহমান মারুফের বাগানবাড়িতে ছিলেন। বিশ্রাম শেষে সকালে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে যান।

এদিকে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে বেঁচে যাওয়ায় দেশবাসী ও ভক্তদের কাছে দোয়া চেয়েছেন বাপ্পি।

এসএ/ এআর

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি