ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

এক সিনেমার জন্য শাকিব নিলেন ৬০ লাখ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২১, ৩১ মার্চ ২০১৮ | আপডেট: ২১:৪৫, ৩১ মার্চ ২০১৮

স্কটল্যান্ডে গেলেন ঢাকাই সিনেমার সুপারস্টার হিরো শাকিব খান। তবে আকাশে উড়াল দেওয়ার আগে নতুন একটি সিনেমার জন্য চুক্তিবদ্ধ হলেন তিনি। আর সেই সিনেমার জন্য শাকিব খান নিয়েছেন ৬০ লাখ টাকা। তবে এটি কোন যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমা নয়, শতভাগ বাংলাদেশের সিনেমা।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছেন শাকিব। এমনটাই জানা গেছে।  

এদিকে শুক্রবার দিবাগত রাত পৌনে দুইটায় তিনি স্কটল্যান্ডের উদ্দেশে রওনা দেন। তবে সিনেমার নাম এবং প্রযোজনা প্রতিষ্ঠানের নাম এখনই প্রকাশ করতে চাননি সংশ্লিষ্টরা। আগামী এপ্রিল মাসে শাকিব খান দেশে ফেরার পর বড় আয়োজন করে সবাইকে জানাতে চান তাঁরা।

জানা গেছে, আগামী ১ এপ্রিল থেকে স্কটল্যান্ডে কলকাতার পরিচালক জয়দ্বীপ মুখার্জির ‘ভাইজান এলো রে’ সিনেমার শুটিং শুরু হবে। সেখানে তার ১৯ দিন থাকার কথা রয়েছে। এ সিনেমাতে তার বিপরীতে অভিনয় করছেন কলকাতার শ্রাবন্তী।

এসএ/এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি