ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

ও আমার জীবনের প্রথম প্রেম : নাবিলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৫, ১ এপ্রিল ২০১৮ | আপডেট: ২০:১৮, ১ এপ্রিল ২০১৮

আয়নাবাজি’ খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। চলতি মাসেই বিয়ে করছেন তিনি। গত বছরের শেষ দিনে জানিয়েছিলেন এ কথা।

ওই সময় নাবিলা জানান, তার হবু বরের নাম জোবাইদুল হক। যার কৈশোরের সময় কেটেছে জেদ্দায়। অপরদিকে নাবিলারও জন্ম সৌদি আরবে। বাবার চাকরি সূত্রে তারও কৈশোরের আনন্দময় দিনগুলো কেটেছে জেদ্দা শহরে। সেখানেই নাবিলা এবং জোবাইদুল হকের পরিচয় হয়। সেই পরিচয় এখন পরিণয়ে রূপ নিচ্ছে। এছাড়া একই স্কুলে পড়তেন দুজন।

আরও পড়ুন : বিয়ের পিঁড়িতে বসছেন নাবিলা

নাবিলা জানান, ও আমার জীবনের প্রথম প্রেম। ১৮ বছর আগে যাকে ভালো লেগেছিলো, কল্পনাও করিনি, এতদিন পর তাকেই বিয়ে করবো। পরিবার থেকেই আলোচনা করে বিয়ের জন্য চূড়ান্ত করা হয়েছে।

নাবিলা বলেন, ‘আসছে ২৬ এপ্রিল বিয়ে করছি। এরই মধ্যে বিয়ের কেনাকাটা শেষের দিকে। সাজসজ্জ্বার আশিভাগই দেশ থেকে কেনা হয়েছে। বাকিটা দেশের বাইরে থেকে কিনেছি। আমাদের দুজনের এবং পরিবারের সদস্যদের পছন্দে কেনাকাটা হচ্ছে। নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চাই।’

আরও পড়ুন : সুন্দরীদের মাঝে নাবিলা

এদিকে নাবিলা বর্তমানে ব্যস্ত রয়েছেন উপস্থাপনা নিয়ে। চলচ্চিত্রে অভিষেকের আগে তিনি উপস্থাপিকা হিসেবেই দর্শকের কাছে বেশ পরিচিতি পান। এবার প্রথমবারের মতো তিনি সুন্দরী প্রতিযোগিতা ‘চ্যানেল আই প্রেজেন্টস লাক্স সুপার স্টার’ উপস্থাপনা করছেন।

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি