ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

দীপিকা-রণবীরের বিয়ে, তালিকা হচ্ছে অতিথির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৪, ১ এপ্রিল ২০১৮

দীপিকা পাডুকোন এবং রণবীর সিংহ। অল্পদিনের মধ্যেই এই জুটির বিয়ে হতে যাচ্ছে। এমন গুঞ্জন রটেছে বলিউড ইন্ডাস্ট্রিতে। শোনা যাচ্ছে, দুই পরিবারের পক্ষে নিমন্ত্রিতদের তালিকাও নাকি তৈরি হয়ে গেছে।

জানা গেছে, ২০১৮ সালেই গাঁটছড়া বাঁধবেন এই জুটি। দুই পরিবারের পক্ষ থেকে বিয়ের পরিকল্পনা, রিসেপশনের ভেনু, এমনকি নিমন্ত্রিতদের তালিকাও নাকি তৈরি করা হয়েছে। সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে চারদিন ধরে হবে এই অনুষ্ঠান। বিয়ের শপিংও নাকি শুরু করে দিয়েছেন দীপিকা।

আরও জানা গেছে, ঘনিষ্ঠ বন্ধু এবং আত্মীয়দের উপস্থিতিতে হিন্দু মতে বিয়ে করবেন দীপিকা-রণবীর। ব্যক্তিগত এই অনুষ্ঠানে বলিউডের কোনও তারকাই নাকি থাকবেন না। পরে রিসেপশনে অন্যান্য বন্ধু, সহকর্মী ও আত্মীয়দের আমন্ত্রণ জানাবেন এই জুটি।

তবে কোথায় বিয়ে বা রিসেপশন হবে তা এখনও জানা যায়নি।

উল্লেখ্য, কিছুদিন আগে ইতালিতে গোপনে বিয়ে করেছেন বিরাট কোহালি এবং অনুষ্কা শর্মা। বিয়ের আগে পর্যন্ত কোনও খবর প্রকাশ্যে আসেনি। বিয়ের পর নিজেরাই টুইট করে খবর জানিয়েছিলেন। অনেকেই মনে করছেন, দীপিকা-রণবীরও সে ভাবেই বিয়ে করতে পারেন। যদিও বিয়ে নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি তারকারা।

সূত্র : আনন্দবাজার

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি