ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

অবশেষে মুখ খুললেন সোনম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৬, ১ এপ্রিল ২০১৮

রাজ কুমার হিরানির পরের প্রোজেক্ট নিয়ে সিনেমাপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। কারণ, রাজ কুমার হিরানি পরিচালনা করছেন, সঞ্জয় দত্তের বায়োপিক। আর সঞ্জয় দত্তের বায়োপিকে মূল চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর। কিন্তু জটিলতা অন্য জায়গায়। সঞ্জয়ের প্রাক্তন গার্লফ্রেন্ডের চরিত্রে কে অভিনয় করবে সে নিয়ে চলছে বেশ জল্পনা। অনেকেই ভেবেছিলেন, মাধুরী দিক্ষিতের চরিত্রে অভিনয় করছেন সোনাম কাপুর। কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে অভিনেত্রী মুখ খুললেন তার চরিত্র নিয়ে।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে সোনাম জানান, ‘সঞ্জয় দত্তের বায়োপিকে আমি কোন নায়িকার চরিত্রে অভিনয় করছি না। আমি একটি গুরুত্বপূর্ণ ছোট্ট চরিত্রে অভিনয় করছি। তবে সেটি কোন বলিউড অভিনেত্রীকে নিয়ে নয়। তবে কোন চরিত্রে অভিনয় করছি তা এখনই বলব না৷’

তিনি আরও জানান, রাজকুমার হিরানির সঙ্গে তার এটি প্রথম কাজ। এ পরিচালকের সঙ্গে কাজ করে তাঁর খুবই ভালো লেগেছে। দারুণ একটি অভিজ্ঞতা হয়েছে।

এদিকে সোনম হাতে কোন বড় কাজ রাখছেন না। কারণ খুব শীঘ্রই সোনম কাপুর বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। চলতি বছরের জুন মাসেই আনন্দ আহুজার সঙ্গে সাত পাকে বাঁধা পড়বেন তিনি।

সূত্র : কলকাতা টুইন্টিফোর

এসএ/

 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি