ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

এবার ভাইরাল শার্লিন চোপড়ার ভিডিও

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২০, ১ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৯:০৩, ১ এপ্রিল ২০১৮

বলিউডের সেক্স সিম্বল অভিনেত্রী শার্লিন চোপড়া। সব সময়ই আলোচনায় থাকতে চান। একেক সময় একেক বিষয় নিয়ে তিনি ভক্তদের মনোযোগ আকর্ষণ করেন। এবার খোলামেলা গোসলের ভিডিও দিয়ে নেট দুনিয়া কাঁপাচ্ছেন এই বলি অভিনেত্রী।   

শরীর নিয়ে গোঁড়ামি কোনোদিনই ছিল না তার। নিজের সৌন্দর্যকে প্রকাশ করতে বরাবরই উন্মুখ তিনি। নিজের প্রায় সব ছবিতেই দেহের মোহনীয় আভা ছড়িয়েছেন তিনি। এজন্য আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে তার নির্মাতা ও দর্শক মহলে।   

তবে অনেকদিন ধরেই নেই কোনো আলোচনায়। তাই হয়তো একটু বেশিই খোলামেলা হয়ে গোসলের ছবি ও ভিডিও ছেড়ে নিজেকে আলোচনায় নিয়ে আসতে চাইলেন শার্লিন। যদিও আলোচনার চেয়ে সমালোচনাই হচ্ছে বেশি। তবে প্রযুক্তির এই যুগে নেতিবাচক প্রচারণাকেই শক্তিশালী মাধ্যম বলে মনে করেন অনেক তারকা। শার্লিনও তার ব্যতিক্রম নয়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, শাওয়ারের নিচে ভেজা শরীরের সৌন্দর্য তুলে ধরেছেন শার্লিন। নেপথ্যে রয়েছে মন ভোলানো সংগীত। ছাই রঙের পোশাকে শরীরের প্রতিটি অঙ্গ-বিভঙ্গ ফুটে উঠেছে।

এই শার্লিন ‘কামাসূত্র থ্রিডি’-তে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন। প্লে-বয়-এর মতো ম্যাগাজিনেও ধরা দিয়েছেন। ভবিষ্যতেও এমনটাই করে যেতে চান শার্লিন। শরীরকে তিনি নিজের মূল্যবান সম্পদ মনে করেন। তাই সবার সামলে তুলে ধরতে মরিয়া তিনি।

এসি   

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি