ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

তোলপাড় ছবির ফার্ষ্ট লুক প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৬, ১ এপ্রিল ২০১৮ | আপডেট: ২২:০০, ১ এপ্রিল ২০১৮

প্রকাশ পেল তোলপাড় ছবির ফার্স্ট লুক। এই ছবিতে নায়ক হিসেবে আবির্ভুত হচ্ছেন সনি রহমান। ছবির পোস্টারে অস্ত্র হাতে ভিন্ন রকম এক লুকে হাজির হয়েছেন তিনি। তার পেছনে রয়েছেন চিত্রনায়িকা মৌমিতা মৌ। ছবিতে দেখা যায় অ্যাকশন মোড়ে দাঁড়িয়ে আছেন সনি। যেন শত্রুর মোকাবেলা করার জন্য এখনই ঝাঁপিয়ে পড়বেন বা রয়েছেন যুদ্ধের ময়দানে।

বাংলা সিনেমাকে পাল্টে দেওয়ার স্বপ্ন নিয়ে সিনেমার খাতায় নাম লেখান সনি রহমান। তার মতে, নতুন বছরে নতুন স্বপ্ন নিয়ে আমরা এই ছবির কাজ শুরু করেছিলাম। বর্তমানে ছবির কাজ শেষ পর্যায়ে। এখন চলছে এডিটিং এর কাজ। সিনেমাকে পাল্টে দেওয়ার স্বপ্ন নিয়ে এই জগতে এসেছি। তাই চলচ্চিত্রের জন্য লড়াই করছি। ছবির ফার্স্ট লুক সবার জন্য উন্মুক্ত করা হলো। আশা করি দর্শক এই ছবি দেখে নিরাশ হবে না।

ছবিটি পরিচালনা করছেন মিজানুর রহমান মিজান। এর প্রযোজনায় রয়েছে সুইট ড্রিম মাল্টিমিডিয়া। বান্দরবানসহ দেশের বিভিন্ন লোকেশনে ‘তোলপাড়’ এর শুটিং করা হয়। এর গান লিখেছেন কবির বকুল ও এ মিজান। মিউজিক ডিরেক্টর হিসেবে আছেন আহমেদ হুমায়ুন। 

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি