ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

ক্যাট না প্রিয়াঙ্কা, সালমানের নায়িকা কে?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫২, ২ এপ্রিল ২০১৮

অকস্মাৎ আবারও বলিউডের আলোচনার শীর্ষে উঠে এসেছেন সালমান খান। রেইস থ্রি থেকে দাবাং থ্রি-দুই চলচ্চিত্র নিয়ে বলিউড এখন সরগরম। ৫২ বছর বয়সী সল্লু ভাই এরইমধ্যে রেইস থ্রি ছবির কাজ শেষ করতে যাচ্ছেন। এরপরই আলী আব্বাসের দাবাংয়-৩ কাজ শুরু করবেন সালমান খান।

এদিকে এখনো পর্যন্ত হটথ্রব মুভি ‘ভারত’ এর জন্য শীর্ষ নায়িকা চূড়ান্ত করতে পারেনি জাফর। সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়ার মুম্বাই সফরের পর নতুন এই ছবিতে প্রিয়াঙ্কাকে নেওয়ার ব্যাপারে গুঞ্জন শোনা যাচ্ছে। তবে স্বল্প এ সফরে প্রিয়াঙ্কা কোন চুক্তি করেনি বলে জানা গেছে।

মুম্বাই মিররের প্রতিবেদনে বলা হয়, ‘ভারত’ থেকে বাদ পড়তে পারেন প্রিয়াঙ্কা চোপড়া। আর তার জায়গায় স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন সল্লু ভাইয়ের সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফ। টাইগার জিন্দা হ্যায় ছবিতে চূড়ান্ত সাফল্যা পাওয়ার পরই ক্যাটরিনা কাইফকে রেইস থ্রিতে নিয়ে চমক দেখাতে চাচ্ছেন জাফর। তবে এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোন ঘোষণা দেননি জাফর।

ভারত ছবির জন্য এবারই প্রথমবারের মতো ক্যাটের নাম উল্লেখ করেননি জাফর। এর আগেও তিনি ক্যাটকে নেওয়ার ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন।

সূত্র: ইন্ডিয়া টুডে
এমজে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি