ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিয়ের কেনাকাটায় রণবীরের পরিবারের সঙ্গে ব্যস্ত দীপিকা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৫, ৪ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৪:২০, ৫ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

বিয়ের কেনাকাটা ছাড়া আর অন্য কোন কিছুতেই মন দিতে পারছেন না রণবীর সিংয়ের ভাবী দীপিকা পাড়ুকোন। কিছুদিন আগেই দীপিকাকে তাঁর নিজের হোমটাউন বেঙ্গালুরুতে মা উজ্জ্বলা পাড়ুকোন বাবা প্রকাশ পাড়ুকোন এবং বোন আনিশা পাড়ুকোনকে নিয়ে বিয়ের কেনাকাটা করতে দেখা গেছে।

`স্পটবয়`  সূত্র খবর নিজের পরিবারের সঙ্গে একদফা কেনাকাটার পর এবার শ্বশুর বাড়ির সদস্যদের সঙ্গে কেনাকাটা করতে দেখা গেছে দীপিকা পাড়ুকোনকে।

জানা গেছে, রণবীরের বোন অর্থাৎ দীপিকার হবু ননদ ঋত্বিকা ভবানী ও শাশুড়ি মা অঞ্জ ভবানীকে বিয়ের কেনাকাটায় সাহায্য করতে দেখা গেছে তাঁকে। তবে শুধু রণবীরের বোন ও মা নন, সেখানে নাকি সিং পরিবারের আরও আত্মীয়ও উপস্থিত ছিলেন।

সূত্র বলছে, রণবীরের বিয়ের জন্য নাকি ডিজাইনার পোশাক কিনেছেন বোন ঋত্বিকা। এমন কী ওই বিশেষ দিনটির সাজগোজের জন্য ঋত্বিকা ভবানী নাকি রোগা হওয়ারও চেষ্টা চালাচ্ছেন।

প্রসঙ্গত, সম্প্রতি একটি ফুটবল ম্যাচ খেলতে গিয়ে ঘাড়ে গুরুতর চোট পেয়েছেন দীপিকার হবু বর রণবীর। আপাতত তিনি বিশ্রামে রয়েছেন। অন্যদিকে ইরফান খান অসুস্থ থাকার কারণে দীপিকারও আগামী ছবির শ্যুটিং পিছিয়েছে। (ইরফান খান ও দীপিকাকে বিশাল ভরদ্বাজের পরবর্তী ছবিতে দেখা যাবে) তাই এই ফাঁকা সময়টাকে বিয়ের কেনাকাটাতেই কাজে লাগাচ্ছেন  দীপিকা।

শোনা যাচ্ছে সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের জন্য নাকি মোট ৪টি দিন বেছে নেওয়া  হয়েছে দীপিকা-রণবীরের বিয়ের জন্য। এরমধ্যে কোনও একটা দিন বিয়ের জন্য চূড়ান্ত করা হবে। হিন্দু রীতি মেনে পরিবারের আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবের উপস্থিতিতে বিয়ের অনুষ্ঠান হবে। সূত্র: জি নিউজ

কেআই/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি