ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

‘নাস্তিক প্রসেনজিৎ’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৫, ৫ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৪:১৬, ৫ এপ্রিল ২০১৮

আবারও বলিউডে প্রসেনজিৎ। ‘থ্রি-দেব’ সিনেমাতে ভিন্ন চরিত্রে দেখা যাবে তাকে। কিন্তু কোন হঠাৎ এই চরিত্র! সেই প্রশ্ন ছিল অনেকেরই। অবশেষে প্রকাশ পেয়েছে সেই তথ্য। একজন নাস্তিক ব্যক্তির ভূমিকায় অভিনয় করবেন তিনি।

‘থ্রি-দেব : আন্ডারকভার ভগবান’, সিনেমার ট্যাগলাইনের মতো গল্পও বেশ ইউনিক। ভগবান ব্রহ্মা, বিষ্ণু এবং মহাদেব মানুষের রূপ ধারণ করে পাড়ি দেবেন ভূগর্ভে।

সম্পূর্ণ কমেডির ছাঁচে ফেলা হয়েছে চিত্রনাট্যটি। এরকম স্ক্রিপ্টে প্রসেনজিৎ নাস্তিক হিসেবে অভিনয় করছেন মানে বেশ ইন্টারেস্টিং আর গুরুত্বপূর্ণ চরিত্র তাঁর।

অন্যদিকে রাইমা সেন অভিনয় করছেন পার্বতীর রোলে। এমনটাই দাবি করছে একটি সূত্র। যদিও প্রসেনজিৎ বা রাইমা কেউই এ বিষয়ে কোন মন্তব্য করেননি।

ভগবান ব্রহ্মার চরিত্রে থাকছেন টেলি অভিনেতা রবি দুবে, বিষ্ণুর ভূমিকায় করণ সিং গ্রোভার এবং মহাদেবকে চিত্রায়ন করবেন কুনাল রায় কাপূর। গত মাসে সিনেমার একটি পোস্টার নিজের ট্যুইটার হ্যান্ডেলে শেয়ার করেছিলেন বরুণ ধাওয়ান। সিনেমাতে অন্যান্য চরিত্রে থাকছেন কে কে মেনন, টিসকা চোপড়া। সব কিছু ঠিক থাকলে অঙ্কুশ ভাট পরিচালিত সিনেমাটিঁ ১১ মে মুক্তি পাবে।

সূত্র : কলকাতা টুইন্টিফোর

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি