ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

অপর্ণার ব্যস্ত সময়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩২, ৫ এপ্রিল ২০১৮

ছোট পর্দার জনপ্রিয় তারকা অপর্ণা ঘোষ। নিজেকে প্রমাণ করেছেন যোগ্য অভিনেত্রী হিসেবে। নির্মাতাদের তালিকায় তাই অপর্ণা থাকেন শীর্ষে। এবার তিনি বেশ কয়েকটি একক নাটক নিয়ে আসছেন দর্শকদের সামনে। বর্তমানে অভিনেত্রী এসব নাটকের কাজে ব্যস্ত সময় অতিবাহিত করছেন।

সম্প্রতিক সময়ে অপর্ণা ব্যস্ত রয়েছেন চার নির্মাতা প্রজ্ঞা নীহারিকা, রূপক রায়, আলমগীর সুমন ও সজীব চৌধুরীর চারটি নাটকের কাজ নিয়ে। নির্মাতারা সাম্প্রতিক সময়ে ভালো গল্প নিয়ে অপর্ণা ঘোষকে কেন্দ্র করে চারটি নতুন একক নাটক নির্মাণ করেছেন।

এর মধ্যে প্রজ্ঞা নীহারিকার নির্দেশনায় অপর্ণা শেষ করেছেন ‘শব্দেরা ফ্রেমে বন্দি’ নাটকের কাজ। এতে তার বিপরীতে অভিনয় করেছেন নাঈম।

আরও পড়ুন : জয়ার ‘দেবী’ নিয়ে হুমায়ূন কন্যা শিলার ক্ষোভ

এছাড়া তারও আগে অপর্ণা শেষ করেছেন রূপক রায়ের নির্দেশনায় ‘মন্দ মধু হাওয়া’ নাটকের শুটিং। একই সঙ্গে জাহিদ হাসানের বিপরীতে আলমগীর সুমনের একটি নাটকের কাজও শেষ করেছেন তিনি।

অপরদিকে দয়াল সাহার রচনা ও সজীব চৌধুরীর নির্দেশনায় ‘রূপার পাসপোর্ট’ শিরোনামের একটি নাটকে কাজ করেছেন। এতে তার বিপরীতে আছেন শ্যামল মাওলা।

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি