ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

আবারও কাছাকাছি রণবীর-দীপিকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২১, ৫ এপ্রিল ২০১৮

রণবীর-দীপিকা জুটির কথা মনে আছে? একটা দারুণ সম্পর্ক ছিল দুজনার মধ্যে। অনেকটা অন্তরঙ্গ সম্পর্ক। একটা সময় সেই সম্পর্কে কালো আধার নেমে আসে। অনেক বছর হল ব্রেক-আপ হয়েছে তাদের। সম্পর্ক ভাঙলেও চূড়ান্ত পেশাদারিত্ব দেখিয়েছেন দুই তারকা। ২০১৫ সালের দিকে অভিনয় করেছেন ‘তামাশা’ সিনেমাতে। নতুন খবর হচ্ছে- কাছাকাছি আসছেন দুজন।

তবে নতুন করে কোনও সম্পর্কের খোঁজে নয়, বলিউডের বিখ্যাত ডিজাইনার মণীশ মালহোত্রার আগামী ফ্যাশন শো’তে একসঙ্গে দেখা যাবে তাদের। আসন্ন ওই শো এর নাম ‘মিজওয়ান ফ্যাশন এক্সট্রাভ্যাগানজা’। ফ্যাশন শো’টির নবমবর্ষের অনুষ্ঠান হবে আগামী ৯ এপ্রিল। মণীশ মালহোত্রার হয়ে শো স্টপ করবেন রণবীর ও দীপিকা।

বুধবার মণীশ ইনস্টাগ্রামে দীপিকা ও রণবীরের ছবির কোলাজ শেয়ার করে লিখেছেন, ‘দ্য ওয়াক অব মিজওয়ান ... দ্য জার্নি..।’ একই সঙ্গে হ্যাশট্যাগে রণবীর ও দীপিকাকে রেখেছেন ডিজাইনার।

সূত্র : এনডিটিভি

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি