ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

মিশা-পূর্ণিমার ‘ধর্ষণ প্রসঙ্গ’

‘কার সঙ্গে ধর্ষণ সিন করতে পছন্দ করেন’—এই প্রশ্ন স্ক্রিপ্টে ছিল না

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৮, ৫ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৭:৩২, ৫ এপ্রিল ২০১৮

ধর্ষণ নিয়ে একটি বেসরকারি স্যাটেলাইন চ্যানেলে খল অভিনেতা মিশা সওদাগর ও জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমার খোলামেলা কথোপকথন ভাইরাল হয়েছে। এটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। দর্শকদের তোপের মুখে পড়েছেন পূর্ণিমা ও মিশা। পূর্ণিমার দাবি, অনুযায়ী ধর্ষণ প্রসঙ্গটি ওই অনুষ্ঠান নির্মাতার স্কিপ্টে লেখা ছিল। সেই অনুযায়ী পূর্ণিমা তাকে প্রশ্ন করেছেন যে, কার সঙ্গে ধর্ষণের দৃশ্যে অভিনয় করতে ভালো লাগত মিশার। এর জবাবে মিশা জানান, নায়িকা মৌসুমী ও পূর্ণিমার সঙ্গে ধর্ষণ দৃশ্যে অভিনয় করতে এনজয় করেন তিনি।
‘এবং পূর্ণিমা’ শিরোনামে ওই টেলিভিশন অনুষ্ঠানে নায়িকা পূর্ণিমা ছিলেন উপস্থাপক। সঙ্গে অতিথি হিসেবে ছিলেন অভিনেতা মিশা সওদাগর। ‘পর্দায় কতবার ধর্ষণ করেছেন’, ‘কার সঙ্গে ধর্ষণ সিনে অভিনয় করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন’—মিশাকে করা পূর্ণিমার এমন প্রশ্ন নিয়ে কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে চলছে সমালোচনার ঝড়। কিন্তু এমন প্রশ্ন স্ক্রিপ্টে ছিল না বলে দাবি করেন অনুষ্ঠানটি গ্রন্থনাকারী অনিন্দ্য মামুন।
অনিন্দ্য মামুন বলেন, ‘এই অনুষ্ঠানের স্ক্রিপ্ট আমি করি, এই অনুষ্ঠানের প্রশ্নও আমার করা। কিন্তু এখানে আমি ‘পর্দায় কতবার ধর্ষণ করেছেন’,‘কার সঙ্গে ধর্ষণ সিনে অভিনয় করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন’—এমন কোনো প্রশ্ন ছিল না।’
তাহলে পূর্ণিমা কেন এমন প্রশ্ন করলেন—জানতে চাইলে অনিন্দ্য মামুন গণমাধ্যমকে বলেন,‘বিষয়টি আমি বলতে পারব না। আমার মনে হয়, প্রশ্ন করতে করতে এমন একটি প্রশ্ন করে ফেলেছেন তিনি, কিন্তু স্ক্রিপ্টে এমন প্রশ্ন ছিল না।’
অনুষ্ঠানটি পূর্বে ধারণ করা ছিল। তাহলে কি সম্পাদনার টেবিলে ওই অংশটুকু বাদ দেওয়া যেত না? উত্তরে মামুন বলেন, ‘আমি আসলে এই অনুষ্ঠানের স্ক্রিপ্ট করি, এডিটিংয়ের বিষয়টি বলতে পারবেন অনুষ্ঠানের প্রযোজক।’
এদিকে ধর্ষণ আলোচনায় মৌসুমীর নাম উচ্চারিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তার স্বামী চিত্রনায়ক ওমর সানী। মঙ্গলবার ফেসবুক লাইভে এসে তিনি এ নিয়ে নিজের অভিমত ব্যক্ত করেন। এতে তিনি ধর্ষণ নিয়ে এমন মন্তব্য করায় পূর্ণিমা ও মিশা উভয়ের প্রতি ক্ষোভ প্রকাশ করেন।  
মৌসুমী-ওমর সানী দম্পত্তির পরিবারের সঙ্গে মিশার ঘনিষ্টতা দীর্ঘদিনের। মিশা ওমর সানীকে বেস্ট ফ্রেন্ড বলে সর্বত্র জাহির করেন। দু’জন দু’জনকে তুই সম্বোধন করেন। যদিও গতবার শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে তাদের মধ্যে কিছুটা দূরত্ব সৃষ্টি হয়।
লাইভে ওমর সানী মিশার ওপর ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘মিশা আমার বেস্ট ফ্রেন্ড। শিল্পী সমিতির প্রেসিডেন্ট। আমার অসুস্থতার সময় সে বেশ ক`বার দেখতে এসেছে। এজন্য কৃতজ্ঞতা। মিশাকে উদ্দেশ করে ওমর সানী বলেন, তুই একজন শিক্ষিত মানুষ। তুই এতোবার মানুষের কাছে মাফ চাস, এটা আমার ভালো লাগে না, বেস্ট ফ্রেন্ড বলেই ভালো লাগে না।’
সানি আরও বলেন, ‘তুই বলিস, মৌসুমী আমার গুড ফ্রেন্ড; সানী আমার গুড ফ্রেন্ড। তার জন্য মৌসুমী বলেছে এইভাবে ধর্ষণ কর, এইটা কোন ধরনের উত্তর দেওয়া? আমি জানি তুই কোনো ইনটেনশন থেকে উত্তর দেস নি, তবে উত্তর দেওয়ার স্টাইলটা আরও বেটার হওয়া দরকার ছিল।’

এ সংক্রান্ত আরও খবর

মৌসুমী বলেছে এইভাবে ধর্ষণ কর, এটা কোন ধরনের কথা

তুই এতোবার মাফ চাস, এটা আমার ভালো লাগে না

অবশেষে ক্ষমা চাইলেন পূর্ণিমা (ভিডিও)
/ এআর /


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি