আজ সালমানের জরুরি জামিন শুনানী
প্রকাশিত : ০০:০৯, ৬ এপ্রিল ২০১৮ | আপডেট: ০০:১৪, ৬ এপ্রিল ২০১৮
বলিউডের সুলতান খ্যাত অভিনেতা সালমান খানের আজ শুক্রবার সকালে জরুরি জামিন শুনানী অনুষ্ঠিত হবে। ভারতীয় বন্যপ্রাণী আইনে কৃষ্ণসার হরিণ শিকার মামলায় দোষী সাব্যস্ত হয়ে বর্তমানে যোধপুর কেন্দ্রীয় কারাগারে রয়েছেন সালমান খান।
ইন্ডিয়া টাইমস জানায়, শুক্রবার এই রায়ের বিরুদ্ধে রাজস্থান হাইকোর্টে আপিল করবেন সালমান খানের আইনজীবী।
সালমানের আইনজীবী দাবি করেছেন: সরকারি কৌঁসুলি অভিযোগের স্বপক্ষে প্রমাণ সংগ্রহ করতে পারেননি। মামলা সাজাতে ভুয়া সাক্ষী দাঁড় করিয়েছেন। এমনকি বন্দুকের গুলিতেই যে কৃষ্ণসার হরিণ দুটির মৃত্যু হয়েছিল, তা-ও সরকারি কৌঁসুলি প্রমাণ করতে পারেননি।
বিবিসি জানিয়েছে, সালমান খান যদি জামিন পান তবুও তাকে কমপক্ষে ৫ দিন কারাগারে থাকতে হবে।
এর আগে ১৯৯৮, ২০০৬ ও ২০০৭ সালের যোধপুর কারাগারে এই মামলায় ১৮ দিন কারাবাস করেছেন ‘টাইগার জিন্দা হ্যায়’ তারকা।
এ মামলায় অন্য তিন অভিযুক্ত বলিউড তারকা সাঈফ আলী খান, সোনালী বেন্দ্রে ও টাবুকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। এ মামলায় আরও দু’জন অভিযুক্ত ছিলেন ট্রাভেল এজেন্ট দশায়ন্ত সিং ও সালমানের সহকারী দিনেশ গাউরে।
এসি