ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

তেলেগু সিনেমায় বাংলাদেশের মেঘলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৬, ৬ এপ্রিল ২০১৮

র‌্যাম্প মডেল মেঘলা মুক্তা। মিডিয়ায় দীর্ঘ সময় কাজ করেছেন তিনি। তবে চলচ্চিত্রে শুরুর দিকে কলকাতার অভিনেতা অঙ্কুশের বিপরীতে ‘আমি শুধু চেয়েছি তোমায়’ সিনেমাতে অভিনয় করেন তিনি। এরপর যৌথ প্রযোজনার সিনেমা ‘নবাব’-এ অভিনয় করে দর্শকের প্রশংসা পান। সৈকত নাসির পরিচালিত সদ্য মুক্তিপ্রাপ্ত ‘পাষাণ’ সিনেমার আইটেম গান ‘বেবি বেবি’-তে কলকাতার নায়ক ওমের সঙ্গে পারফর্ম করতেও দেখা গেছে তাকে। এবার জানালেন নতুন সিনেমার খবর। প্রথমবার তেলেগু সিনেমাতে কাজ করেছেন এই অভিনেত্রী।

এ বিষয়ে মেঘলা মুক্তা বলেন, ‘প্রায় তিন মাস আমি ভারতে ছিলাম। সেখানকার বিভিন্ন লোকেশনে প্রথমবার তেলেগু সিনেমাতে অভিনয় করলাম। এটা সত্যিই অন্য রকম এক অভিজ্ঞতা ছিল আমার। দু’দিন হলো সিনেমার শুটিং এবং গানের কাজ শেষ করে ঢাকায় ফিরেছি। নতুন এই সিনেমার নাম ‘সাকালাকালাভাললাবুডু’-যার মানে হচ্ছে অলরাউন্ডার। সিনেমাটি পরিচালনা করেছেন শিবা গণেশ। আর এতে আমার নায়ক হিসেবে কাজ করেছেন তানিশক রেড্ডি। আশা করি, সিনেমাটি ভারতের দর্শকরা পছন্দ করবেন।

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি