ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

সালমানের সাজা নিয়ে মুখ খুললেন জয়া বচ্চন   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১১, ৬ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৯:০৫, ৬ এপ্রিল ২০১৮

যোধপুরের জেলে আছেন বলিউড অভিনেতা সালমান খান। ৫ বছরের কারাদণ্ড তাকে দেওয়া হয়েছে। ২০ বছর আগের কৃষ্ণসার হরিণ শিকার মামলায় বৃহস্পতিবার এই সুপারস্টারকে সাজা দেয়া হয়। তারই জের ধরে বলিউড ইন্ডাস্ট্রিতে অনেকেই দুঃখ প্রকাশ করেছেন। আবার অনেকে তার পাশে দাঁড়াতে ছুটে যাচ্ছেন যোধপুর।     

এ ঘটনায় জয়া বচ্চন তথা সালমানের প্রাক্তন প্রেমিকা ঐশ্বরিয়া রাইয়ের শাশুড়ি প্রতিক্রিয়া জানিয়েছেন। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে তিনি বলেছেন, ‘‘আমার সালমানের জন্য খারাপ লাগছে। ওকে ছেড়ে দেওয়া উচিত ছিল। সালমান সাধারণ মানুষের জন্য অনেক কাজ করেছেন। সেই জন্য ওকে ছেড়ে দেওয়া উচিত ছিল।’’

এছাড়া রানি মুখোপাধ্যায়ও সালমানের পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেছেন, ‘‘আমি সব সময়ে এটা বলে এসেছি, আমার ভালবাসা সব সময়ে ওর সঙ্গে রয়েছে।’’

সালমানের এমন শাস্তিতে বলিউড যেন পুরো থমকে গেছে। ইতিমধ্যে অনেকে মুখ খুলতে শুরু করেছেন। সালমানের ভক্তদের অনেকে মেনে নিতে পারছেন না ভাইজানের এমন শাস্তি। তারা চাইছেন, খুব শীঘ্রই যেন মুক্তি পান এই বলিউড সুপারস্টার। 

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি