ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অভিনেত্রী সুজানা এখন ব্যবসায়ী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪২, ৭ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

ব্যবসায় মনোযোগী হলেন মডেল অভিনেত্রী সুজানা। নিজের ভাবনা ভক্তদের মাঝে ছড়িয়ে দিতে ফ্যাশন ব্র্যান্ড ‘সুজানাস ক্লজেট’র যাত্রা শুরু করেছেন তিনি। রাজধানীর বনানীর ১১ নম্বর সড়কে, ব্লকের ৬৭/ডি হাউজে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু করছেন অভিনেত্রী।

এর আগে সুজানা গত বছরের সেপ্টেম্বরে অংশিদারি ব্যবসা শুরু করেছিলেন। ছোট পরিসরে হওয়ায় ব্যক্তিগত কারণে সেখান থেকে নিজেকে গুটিয়ে নেন। এবার সম্পূর্ণ ব্যক্তিগত ভাবে ‘সুজানাস ক্লোজেট’ চালু করছেন তিনি।

এ বিষয়ে সুজানা বলেন, সিঙ্গাপুর থেকে ঢাকায় ফিরেই শো-রুমের কাজে ব্যস্ত ছিলাম। সফলভাবে এই আয়োজন শেষ করতে পেরেছি।

উল্লেখ্য, শুক্রবার ‘সুজানাস ক্লোজেট’ উদ্বোধন অনুষ্ঠানে শোবিজ জগতের অনেক জনপ্রিয় তারকা উপস্থিত ছিলেন।

ফ্যাশন হাউজটি উদ্বোধন করতে উপস্থিত হয়েছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, নিপুণ, উপস্থাপিকা শারমিন লাকী, কণ্ঠশিল্পী রিজিয়া পারভিন, আঁখি আলমগীর, নৃত্যশিল্পী হৃদি শেখ প্রমুখ। উদ্বোধন অনুষ্ঠানে সবার স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সূচনা হয় ‘সুজানাস ক্লোজেট’-এর। এসময় সকলেই ‘সুজানাস ক্লোজেট’-এর জন্য শুভকামনা জানান।

‘সুজানাস ক্লোজেট’ এর ফেসবুক লিঙ্ক : https://www.facebook.com/suzenascloset/

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি