ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

‘পিয়া রে’র ফার্স্ট লুক প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৮, ৭ এপ্রিল ২০১৮

মধ্যবিত্ত পরিবারের ছেলে রবি। নিম্নবিত্ত পরিবারের মেয়ে রিয়া। উচ্চবিত্ত পরিবারের আদিত্য। এই তিনজনের প্রেম কাহিনীর অন্যরকম রোমান্টিক সিনেমা ‘পিয়া রে’। পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়ের নতুন এই সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ পেয়েছে শুক্রবার।

রবি এবং রিয়ার চরিত্রে অভিনয় করেছেন টালিউডের তারকা সোহম এবং শ্রাবন্তী।

পরিচালক অভিমন্যুর বলেন, ‘সোহমের সঙ্গে আমার অনেক দিনের পরিচয়। ওর ফার্স্ট মেনস্ট্রিম কামব্যাক সিনেমা ‘প্রেম আমার’-এর স্ক্রিপ্ট আমি লিখেছিলাম। অনেক দিন পর আবারও ওর সঙ্গে কাজ করলাম। আর আমি তো শ্রাবন্তীর ফ্যান। জুটি হিসেবে ওরা বেশ কয়েকটা হিট সিনেমা করেছে। এটাও ভালো হবে আশা করছি। শুটিংয়ে ওদের বিশেষ কিছুই বোঝাতে হত না। একটু বললেই অভিনয়টা করে দিতে পারে দু’জনেই।’

অভিমন্যুর দাবি, মেনস্ট্রিম কমার্শিয়াল নয়, এই সিনেমা সাইকোলজিক্যাল প্রেমের গল্প। সব কিছু ঠিক থাকলে আগামী মে মাসে মুক্তি পাবে ‘পিয়া রে।’

সূত্র : আনন্দবাজার

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি