ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

রাখির ফোন নম্বর ছড়িয়েছে সানি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৪, ৭ এপ্রিল ২০১৮

বলিউড অভিনেত্রী সানি লিওন। একসময় পর্ন ইন্ডাস্ট্রির প্রথম সারির তারকা ছিলেন তিনি। সেই নীল জগত ছেড়ে সানি এখন বলিউডের সিনেমায় অভিনয় নিয়ে ব্যস্ত। সম্প্রতি বলিউডের বিতর্কিত নায়িকা রাখি সাওয়ান্ত অভিযোগ করেছেন, তিন সন্তানের মা সানি লিওন পর্ন ইন্ডাস্ট্রিতে তার ফোন নম্বর ছড়িয়ে দিয়েছিলেন।

এতে নাকি রাখির কাছে ফোন আসতে থাকে। তার কাছে ভিডিও চাওয়া হয়। তাকে একটি পর্ন ছবিতে অভিনয়ের জন্য মোটা অঙ্কের প্রস্তাবও দেয়া হয়। এমনটি দাবি করেছেন রাখি।

রাখি বলেন, আমি মরে যাব তবুও সেই পৃথিবীতে (পর্ন) প্রবেশ করবো না। আমি ভারতীয় এবং আমি নিজের মূল্যবোধ জানি। ম্যায় দিল সে হিন্দুস্থানি হু (আমি মন থেকেই হিন্দুস্থানি)। যখন আমি জিজ্ঞেস করলাম তারা কীভাবে আমার নম্বর পেল তারা সানি লিওনের কথা বলেছে।

সূত্র : নিউজ এক্স

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি