ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ময়না-টিয়া ঈশানা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৮, ৮ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

অভিনেত্রী ঈশানা। টিভি নাটকের জনপ্রিয় মুখ। একাধিক ধারাবাহিক নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। তবে এরইমধ্যে তিনি ঈদের জন্য দুটি ছয় পর্বের ধারাবাহিকের শুটিং শেষ করেছেন। ধারাবাহিক দুটি হলো মিরাজ মিত্তিকেরস্কাইম্যান ইফতেখার ইফতি এবং মাহবুব সুমনেরঠগের মল্লুক

‘স্কাইম্যান’ নাটকে তিনি অভিনয় করেছেন এনিমেটরের চরিত্রে। আর ‘ঠগের মল্লুক’ নাটকে ঈশানাকে দেখা যাবে দ্বৈত চরিত্রে।

দ্বৈত চরিত্র নিয়ে ঈশানা বলেন, ‘এই নাটকে আমাকে একইসঙ্গে ময়না ও টিয়া চরিত্রে দর্শকরা দেখবেন। প্রথমবারের মতো এমন দ্বৈত চরিত্রে অভিনয় করেছি। গল্পে ময়না ও টিয়া দুজনেই বোন। শুটিংয়ে এই নাটকের জন্য আমাকে বেশ পরিশ্রম করতে হয়েছে।’

নাটকটিতে ঈশানার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা মীর সাব্বির ও আ খ ম হাসানের সঙ্গে।

অপরদিকে ঈশানা বর্তমানে সৈয়দ শাকিলের ‘উল্টো স্রোত’, দেওয়ান নাজমুলের ‘সুয়োরানী দুয়োরানী’, রহমতুল্লাহ তুহীনের ‘নিউ ইয়র্ক থেকে বলছি’, আকাশ রঞ্জনের ‘সন্দেহ ভাইরাস’, ফেরদৌস হোসেন রানার ‘এক পা দু-পা’, মামুন খানের ‘পাসওয়ার্ড’ ও এফ জামান তাপসের ‘নিউটনের তৃতীয় সূত্র’ শীর্ষক ধারাবাহিকগুলোতে অভিনয় করছেন।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি