ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

তাহসান-মম’র ‘সোনালী ইলিশের গল্প’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৯, ৮ এপ্রিল ২০১৮

আবারও জুটি হয়ে অভিনয় করলেন তাহসান জাকিয়া বারী মম। আসছে পহেলা বৈশাখের জন্য সাগর জাহানের নির্মিত ‘সোনালী ইলিশের গল্প’ নাটকে অভিনয় করেছেন এই জুটি। এর আগে তাহসান এই নির্মাতার নাটকে অভিনয় করলেও এবারই প্রথম মম তার নির্দেশনায় অভিনয় করেছেন।

বিষয়টি নিয়ে মম বলেন, ‘সাগর ভাইয়ের নির্দেশনায় কাজ করে ভীষণ ভালো লেগেছে। খুব সুন্দর একটি গল্প, পুরো গোছানো একটি ইউনিট। যে কারণে বেশ স্বাচ্ছন্দ্যতা এবং আরাম নিয়ে কাজটি করেছি। মূলকথা সোনালী ইলিশের গল্প একটি ভালো কাজ হয়েছে। আশা করছি ভালো লাগবে দর্শকের।’

এর আগে মমর সঙ্গে তিনটি নাটকে কাজ করেছেন তাহসান। সবগুলোই দারুণ দর্শকপ্রিয়তা পেয়েছে। তারা প্রথম একসঙ্গে শিহাব শাহীনের নির্দেশনায় ‘নীলপরী নীলাঞ্জনা’ নাটকে অভিনয় করেন। সর্বশেষ একই পরিচালকের ‘ম্যানিকুইন মুমু’ নাটকে অভিনয় করেন এই জুটি।

এদিকে, মম অভিনীত এবং অরুন চৌধুরী পরিচালিত ‘আলতাবানু’ চলচ্চিত্র মুক্তি পাচ্ছে আগামী ২০ এপ্রিল। সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন এই সুঅভিনেত্রী।

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি