ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

১০ মিনিটে তামান্না নিলেন ৫০ লাখ রুপি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৩, ৮ এপ্রিল ২০১৮

তামান্না ভাটিয়া। মূলত তিনি তেলেগু অভিনেত্রী। তবে বলিউডের সিনেমাতেও অভিনয় করেছেন এই নায়িকা। নিজের রূপ সৌন্দর্য্য দিয়ে মাত করেছেন ভক্তদের। অভিনয় দিয়ে জয় করেছেন সমালোচকদের হৃদয়। তাই তামান্নার কদর একটু বেশি। সেই সূত্রে নায়িকা নিজের পারিশ্রমিকটাও হাকিয়ে দেন আকাশ চুম্বি।

আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে হৃতিক রোশন, জ্যাকুলিন ফার্নান্দেজ, বরুন ধাওয়ানদের সঙ্গে পারফর্ম করেছেন তিনি। আর এজন্য তিনি নিলেন ৫০ লাখ রুপি।

উদ্বোধনীতে তামান্না তামিল, তেলেগু, কর্ণাটকের জনপ্রিয় গানের তালে নাচ করেন। সব মিলিয়ে তার নাচ হয়েছে ১০ মিনিট। আর এই ১০ মিনিট নাচার জন্য তাকে দিতে হয়েছে ৫০ লাখ রুপি।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, শনিবার মুম্বাইয়ে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে নাচের জন্য বাহুবলী অভিনেত্রী তামান্না ভাটিয়াকে ৫০ লাখ রুপি দেওয়া হয়েছে।

সূত্র : ইন্ডিয়া টুডে

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি