ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

কণ্ঠশিল্পী লিমনের সঙ্গে মডেল তৃষ্ণার ভিডিও প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৪, ৮ এপ্রিল ২০১৮

কণ্ঠশিল্পী লিমনের সঙ্গে জুটি হয়ে একটি গানের ভিডিওতে মডেল হলেন তৃষ্ণা। তুমি যখন হাত বাড়াও মেঘের দিকে/একা যখন মন বাড়াও আকাশ ফিকে- এমনই কথায় কক্সবাজার সমুদ্র সৈকতে চিত্রায়িত হয়েছে ভিডিওটি। যেখানে দেখা মিলেছে কণ্ঠশিল্পী লিমন ও মডেল এসকে তৃষ্ণা জুটিকে।

টিএম সাব্বিরের কথায় বনি আহমেদের সুর-সংগীতে এতে কণ্ঠ দিয়েছেন লিমন চৌধুরী। যিনি আগেও নিজের গান-ভিডিও দিয়ে প্রশংসা কুড়িয়েছেন দর্শক-শ্রোতাদের।

সেই ধারাবাহিকতায় এবার প্রকাশ পেয়েছে তার গাওয়া ‘তুমি যখন হাত বাড়াও’ শিরোনামের গানটি। এটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী।

গানটির কণ্ঠশিল্পী ও মডেল লিমন চৌধুরী বলেন, ‘আমি বরাবরই চেষ্টা করি কথা-সুর-কণ্ঠ মিলিয়ে একটা পরিচ্ছন্ন গান করার। তাই আমার গানের সংখ্যাও বেশ কম। যেমন প্রায় দুই বছর পর আমার নতুন গান-ভিডিও প্রকাশ হলো। আমি কৃতজ্ঞতা জানাই সংশ্লিষ্ট সবাইকে। বিশেষ কৃতজ্ঞতা সিডি চয়েসের সোহেল ভাইয়ের কাছে। আশা করছি এবারের গানটিও সবার ভালো লাগবে।’

উল্লেখ্য, প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েসের ইউটিউব চ্যানেলে ৬ এপ্রিল প্রকাশ পেয়েছে ভিডিওটি।

তুমি যখন হাত বাড়াও’ গানের ভিডিও :

 

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি