ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

প্রকাশ্যে পোশাক খুলে অভিনেত্রীর প্রতিবাদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৪, ৮ এপ্রিল ২০১৮

শোবিজে কাস্টিং কাউচের অভিযোগ নতুন কিছু নয়। এর আগে বহুবার যৌন হেনস্থা নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক অভিনেত্রীই। ‘Me Too’ ক্যাম্পেনের মধ্যে দিয়ে অনেকেই এর বিরুদ্ধে মুখ খুলেছেন। তবে এবার এই কাস্টিং কাউচের বিরুদ্ধে রাস্তায় অর্ধনগ্ন হয়ে প্রতিবাদ জানালেন তামিল অভিনেত্রী শ্রী রেড্ডি।

শনিবার হায়দরাবাদের জুবিলি হিলসে তেলেগু ফিল্ম চেম্বার অফ কমার্সের বাইরে অর্ধনগ্ন হয়ে এই প্রতিবাদ জানান অভিনেত্রী শ্রী রেড্ডি। আর সেই দৃশ্য ক্যামেরায় বন্দি করে উপস্থিত মিডিয়া। যা প্রকাশ করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি প্রকাশের পর আরও বেশি তোপের মুখে পড়েন অভিনেত্রী। অবশ্য ওই ঘটনার কিছুক্ষণ পরেই পুলিশ এসে তাঁকে আটক করে।

শ্রী রেড্ডির অভিযোগ, তিনি কাজ চাইতে গেলে তাঁকে বহুবার যৌন হেনস্থার শিকার হতে হয়েছে। এক্ষেত্রে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির বহু পরিচালক, প্রযোজক, অভিনেতার নামে অভিযোগ এনেছেন তিনি। এর আগে এই একই বিষয়ে স্থানীয় বেশকিছু টিভি চ্যানেলের সামনেও সরব হয়েছিলেন তিনি। তাঁর অভিযোগ তাঁকে নাকি অনেকেই আপত্তিকর ছবি ভিডিও তুলে পাঠাতে বলেছেন।

শ্রীর আরও অভিযোগ তিনি যাতে কোনও ভাবেই সেইসময় পরিচালক, প্রযোজকদের নাম প্রকাশ না করেন তার জন্য তাঁকে হুমকিও দেওয়া হয়েছে।

তবে অভিনেত্রীর এই প্রতিবাদ নিয়ে বেশ তোপের মুখে পড়তে হয়েছে তাকে। কারণ প্রকাশ্যে মিডিয়ার সামনে এভাবে নগ্ন হওয়ার কোন মানে নেই বলে দাবি সবার।

সূত্র : জি নিউজ

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি