ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

লিফটম্যান নিশোর স্ত্রী সাবিলা নূর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৫, ৯ এপ্রিল ২০১৮

বৈশাখের নতুন একটি নাটকে কাজ করলেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। নাটকের নাম ‘শাড়ি’। হিমেল আশরাফের পরিচালনায় নির্মিত নাটকটিতে নিশোর বিপরীতে অভিনয় করেছেন ছোট পর্দার আরও এক প্রিয় মুখ সাবিলা নূর।

নাটকে নিশোর চরিত্রের নাম শাহাদাত। সে একজন লিফটম্যান। তার স্ত্রী শিউলি। কোন রকমে তার সংসার চলে। নিজের স্ত্রীর শখ পূরণের চেষ্টা করেন সবসময়ই। কিন্তু একটা শাড়িকে কেন্দ্র করে পুরো গল্পের কাহিনী অন্যদিকে মোড় নেয়।

নাটক নিয়ে নিশো বলেন, ‘এটা মধ্যবিত্তের গল্প না, একটা অস্বচ্ছল পরিবারের গল্প বলা যায়। আমার চরিত্রটা একটু আলাদা, লিফটম্যান। একটু অন্যরকম, একটা ভালো লাগা ছিল কাজটাতে।’

সাবিলা নূর বলেন, গল্পটা আমার খুবই পছন্দ হয়েছে। নিশো ভাইয়ের সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ। তিনি খুবই মজার মানুষ। কাজের বিষয়ে অনেক সহযোগিপরায়ণ। সব মিলিয়ে কাজটা করে আমার খুবই ভালো লেগেছে।

আসছে পহেলা বৈশাখ উপলক্ষে নাটকটি একটি বেসরকারি চ্যানেলের জন্য নির্মাণ করা হয়েছে।

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি