ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

ঋতুপর্ণা ঢাকায় আসবেন কাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৩, ৯ এপ্রিল ২০১৮

চিত্রনায়ক আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’ চলচ্চিত্রের প্রচারণার জন্য আজ রোববার ঋতুপর্ণার ঢাকায় আসার কথা থাকলেও আসছেন না তিনি। আগামীকাল মঙ্গলবার সকালে তিনি ঢাকায় আসবেন বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন আলমগীর।

প্রায় ৫০টি হলে মুক্তি প্রতীক্ষিত ‘একটি সিনেমার গল্প’র সিনেমাটির কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করেছেন ঋতুপর্ণা। এরইমধ্যে ইউটিউবে এ অভিনেত্রীর লিপে গাওয়া ‘গল্প কথার ঐ কল্পলোকে জানি একদিন চলে যাবো’ গানটি প্রকাশ হয়েছে। গানটিতে ঋতুপর্ণার অভিনয় এবং আঁখি আলমগীরের গাওয়া গানের বেশ প্রশংসা করছেন দর্শক ও ভক্তরা। গানটির কথা লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার এবং সুর সংগীত করেছেন রুনা লায়লা।

ঢাকায় নিজের আগমন উপলক্ষ্যে ঋতুপর্ণা বলেন, ‘এবার পাঁচদিনের জন্য ঢাকায় আসছি শুধুমাত্র ‘একটি সিনেমার গল্প’র প্রচারণার জন্য। ইচ্ছে আছে হলে হলে গিয়ে চলচ্চিত্রটি উপভোগ করার। দর্শকের সঙ্গে সরাসরি কথা বলার ইচ্ছেও আছে আমার।’

উল্লেখ্য, ‘একটি সিনেমার গল্প’ চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আলমগীর, চম্পা, ঋতুপর্ণা, আরিফিন শুভ, সৈয়দ হাসান ইমাম, সাদেক বাচ্চু, সাবেরী আলম, ওয়াহিদা মল্লিক জলিসহ আরও অনেকে। চলচ্চিত্রটির সম্পাদনা করেছেন তৌহিদ হাসান চৌধুরী। এই চলচ্চিত্রের মধ্যদিয়েই একজন সংগীত পরিচালক হিসেবে অভিষেক হতে যাচ্ছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গায়িকা রুনা লায়লার। তার সুর সংগীতে এই চলচ্চিত্রে প্লে-ব্যাক করেছেন আঁখি আলমগীর।

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি