ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইরফানের শারীরিক অবস্থার অবনতি!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৬, ৯ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

বিরল রোগে আক্রান্ত অভিনেতা ইরফান খান। একথা এখন সবারই জানা। গত ১৫ মার্চ সকলকে অবাক করে অসুস্থতার কথা জানানো হয়। পরে জানা যায় তাঁর স্নায়ুকোষে টিউমার (নিউরো এন্ড্রোক্রাইন টিউমার) হয়েছে। ইরফানের এই অসুস্থতার খবর পাওয়া মাত্রই তাঁর ভক্তরা এবং বলিউডে তার সহকর্মীরা দ্রুত আরোগ্য কামনা করেছেন।

গত ২০ মার্চ চিকিৎসার জন্য ইরফান গেছেন আমেরিকায়। সেখানে গিয়ে সোশ্যাল সাইটে একটা লম্বা পোস্টও করেছিলেন তিনি। এরপর থেকে তাঁর আর কোনও খবর পাওয়া যায়নি। অবশেষে রোববার ইরফানের শারীরিক অবস্থা নিয়ে একটি টুইট করেন উমর সান্ধু নামে এক সাংবাদিক। তাঁর সেই টুইট থেকে জানা যায় যে- ইরফানের শারীরিক অবস্থা ক্রমাগত অবনতির দিকে যাচ্ছে। এমনকি ইরফান ক্যান্সারের শেষ পর্যায় রয়েছেন বলেও দাবি করেছেন উমর সান্ধু।

প্রসঙ্গত, দীপিকার বিপরীতে বিশাল ভরদ্বাজের আগামীর সিনেমাতে অভিনয়ের কথা রয়েছেন ইরফান খানের। তবে তাঁর অসুস্থতার জন্য সিনেমাটির শ্যুটিং পিছিয়ে দিয়েছেন বিশাল ভরদ্বাজ। এদিকে সম্প্রতি, ইরফান অভিনীত ‘ব্ল্যাকমেইল’ সিনেমাটি মুক্তি পেয়েছে। যা বক্স অফিসে বেশ সাড়া ফেলেছে।

সূত্র : জি নিউজ

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি