ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

কাকে বিয়ে করবেন প্রভাস!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৮, ৯ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৪:৩১, ৯ এপ্রিল ২০১৮

দক্ষিণী অভিনেতা প্রভাসের বিয়ে নিয়ে কত কাণ্ডই না হচ্ছে! জল্পনা-কল্পনার অন্ত নেই এই ব্যাচেলর তারকাকে ঘিরে। কখনও সিমেন্ট রাশি সিমেন্টের মালিক ভূপতি রাজুর নাতনি, কখনও আবার কোনও ইঞ্জিনিয়ারিং ছাত্রী অথবা কোনও সিনে তারকা- একাধিকবার অনেকের সঙ্গেই প্রভাসের বিয়ের খবর শিরোনামে এসেছে। আবার বেশিরভাগ ক্ষেত্রেই এই বিয়ের খবরগুলো ভুল প্রমাণিত হয়েছে। পাশপাশি বাহুবলী’নায়িকা দেবসেনা অনুষ্কা শেট্টির সঙ্গেও প্রভাসের বিয়ে নিয়ে জল্পনা কম হয়নি।

তবে এবার প্রভাসের কাকা কৃষ্ণম রাজু নিজেই প্রভাসের বিয়ে নিয়ে মুখ খোলেন। জানালেন, এ বছরই বিয়ে করবেন প্রভাস। পরিবারের পছন্দের পাত্রীকেই বিয়ে করবেন তিনি। তবে কাকে, কবে, প্রভাস বিয়ে করছেন সে বিষয়ে কিছুই জানাননি তিনি। তবে প্রভাস অবশ্য নিজের বিয়ে নিয়ে কোনও মন্তব্য করেননি।

এদিকে প্রভাসের কাকার বক্তবের পর পরই দুবাইতে বুর্জ খলিফায় ‘সাহো’র শ্যুটিং পিছিয়ে গেছে। আর এই খবর প্রকাশের পরই গুঞ্জন রটে প্রভাসের বিয়ের কারণেই নাকি শ্যুটিং পিছিয়ে গেছে। এরই মধ্যে শোনা যাচ্ছে প্রভাস নাকি দক্ষিণী তারকা চিরঞ্জিবীর ভাইঝি নিহারিকা কোনিদেলাকে বিয়ে করছেন।

প্রসঙ্গত, দক্ষিণী সিনেমা ‘ওকা মানাসু’ দিয়ে নিজের কেরিয়ার শুরু করেছেন নিহারিকা। তবে ভাইঝি নিহারিকার সঙ্গে প্রভাসের বিয়ের জল্পনা পুরোটাই ভিত্তিহীন, গুজব বলে উড়িয়ে দিয়েছেন খোদ চিরঞ্জিবী। প্রভাসও আপাতত তাঁর ‘সাহো’র শ্যুটিং নিয়েই ব্যস্ত। খুব শীঘ্রই দুবাইতে সিনেমার অ্যাকশন দৃশ্যের শুটিং হবে। যার কোরিওগ্রাফি করছেন হলিউডের বিখ্যাত স্টান্টম্যান কেনি বেটস।

সূত্র : জি নিউজ

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি