ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিয়ের জন্য রিসোর্ট পেলেন না সোনম কাপুর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৪, ১০ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

১০ মে আনন্দ আহুজার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন সোনম কাপুর। সুইজারল্যান্ডের মন্ট্রিক্স-এ বসছে সোনম-আনন্দের বিয়ের আসর। সম্প্রতি এমন খবরেই সরগরম হয়ে ওঠে পেজ থ্রি-র পাতা। কিন্তু, মন্ট্রিক্সে বসবে না অনিল কাপুরের মেয়ের বিয়ের আসর। অবাক লাগছে শুনে?

স্পটবয়-এর খবর অনুযায়ী, মন্ট্রিক্সের যে বিলাসবহুল রিসোর্টে সোনম এবং আনন্দের বিয়ে হওয়ার কথা ছিল, সেখানে নাকি জায়গা নেই। অর্থাৎ, অনিল কন্যার বিয়ের জন্য পর্যাপ্ত জায়গা দিতে পারবেন না রিসোর্ট কর্তৃপক্ষ। সেই কারণেই সেখানে সোনামের বিয়ে সম্ভব নয় বলে খবর পাওয়া যাচ্ছে।

সূত্রের খবর, সৌদি রাজকুমারী নাকি আগে থেকে মন্ট্রিক্সের ওই রিসর্ট ভাড়া করে রেখেছেন। কিন্তু, ওই রিসোর্টে সোনমের বিয়ে হলে আরও জনপ্রিয়তা পাওয়া যাবে বলেও জানানো হয়। কিন্তু, রিসোর্ট কর্তৃপক্ষ ওই প্রস্তাবে রাজি হয়নি। তাদের কথায়, সৌদি রাজকুমারী আগে এসেছেন, তাই তারা সুবিধা পাবেন। যারা পরে এসেছেন, কোনওভাবেই তাদের জন্য পৃথক ব্যবস্থা করা সম্ভব নয়। আর সেই কারণেই সোনম কাপুর এবং আনন্দ আহুজার বিয়ে মন্ট্রিক্সে করা সম্ভব নয় বলেও স্পষ্ট জানানো হয়েছে।

তথ্যসূত্র: জি ২৪ঘণ্টা।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি